
নাঈম আহমেদ, ব্রাডফোর্ড, যুক্তরাজ্য :: নগরীর রোড ডিভাইডারে গাছের ডাল কেটে ঈদের শুভেচ্ছা বিলবোর্ড লাগানো বিএনপি নেতার দলীয় পদ স্থগিত করা হয়েছে। শুক্রবার বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি কে গউছ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলীয় সব পদ স্থগিত হওয়া ওই বিএনপি নেতা মো. আমির হোসেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও ৯ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট মহানগরের কয়েকটি স্থানে রোড ডিভাইডারে গাছের ডাল কেটে আপনার ঈদের শুভেচ্ছা বিলবোর্ড লাগানো হয়েছে। ফলে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এতে আপনি দলীয় নির্দেশনা ও শৃঙ্খলাভঙ্গ করেছেন। বিষয়টি ইতিমধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এসেছে।
আমির হোসেনের এই গর্হিত কাজের জন্য নির্দেশক্রমে আগামী তিন মাসের জন্য তাঁর প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ স্থগিত করা হলো।
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে নগরীর মদিনা মার্কেট এলাকায় একটি বড় বিলবোর্ড টানান মো. আমির হোসেন। এই বিলবোর্ডের সামনে একটি গাছ থাকায় সেটি পথচারীদের দৃষ্টিগোচর করতে গাছটির সব ডালপালা কেটে দেন তিনি। গাছের সব ডালপালা কাটার কারণ জানতে চাইলে গাছকর্তনকারীরা জানান, বিলবোর্ডে তাদের নেতার ঈদ শুভেচ্ছা ঢাকা পড়ছিল, তাই গাছের ডাল কাটা হচ্ছে। এ ব্যাপারে সিটি করপোরেশনের অনুমতি আছে কি না জানতে চাইলে তারা এড়িয়ে যান।