• ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি সিলেটের খাদ্য সামগ্রী বিতরণ

sylhetsurma.com
প্রকাশিত এপ্রিল ৬, ২০২৫
হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি সিলেটের খাদ্য সামগ্রী বিতরণ

হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি সিলেটের উদ্যোগে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নগরীর বিভিন্ন মার্কেট সমিতির কর্মচারী, গার্ড এবং অস্বচ্ছল ব্যক্তিদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বুধবার নগরীর বন্দরবাজারস্থ আল-ফালাহ কমপ্লেক্সে সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন।

হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি সিলেটের সভাপতি মোহাম্মদ আলী আকিক এর সভাপতিত্বে ও সাধারণ সস্পাদক নিয়াজ মো. আজিজুল করিম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সহ-সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি ও হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির উপদেষ্টা হাজী আব্দুল সুবহান, উপদেষ্টা সিদ্দিকুর রহমান।

বক্তব্য রাখেন হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ শরীফ আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রনয় বিশ্বাস, ইমরান আহমদ, সুবিদ বিশ্বাস, ফাহিম আহমদ বাপ্পু, শান্ত ইসলাম, শাহিন আহমদ, সিয়াম সাফওয়ান, দ্বীন ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত ও শেষে দোয়া পরিচালনা করেন আল ফালাহ কমপ্লেক্স মসজিদের ইমাম মাওলানা সুলতান আহমদ।

অনুষ্ঠানে হাসান মার্কেট, মধুবন সুপার মার্কেট, সিটি সুপার মার্কেট, হকার্স মার্কেট, ওরিয়েন্টাল মার্কেট, মহাজনপট্টি ও জেলরোড সহ বিভিন্ন মার্কেটের কর্মচারী, গার্ড এবং অস্বচ্ছল ব্যক্তিদের মধ্যে ঈদ উপহার হিসেবে তেল, ময়দা, সেমাই, লাচ্ছি, চিনি, দুধ, পোলার চাল, লবন ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব আব্দুর রহমান রিপন বলেন, আর্ত মানবতার কল্যানে প্রতিষ্ঠালগ্ন থেকে হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি সিলেট নিঃস্বার্থে কাজ করে যাচ্ছে। বন্যা, করোনা সহ দেশের যেকোন দুর্যোগে বঞ্চিত মানুষের মধ্যে সহযোগিতা নিয়ে পাশে দাঁড়ায় এই সমিতি। তারই ধারাবাহিকতায় বঞ্চিত মানুষের ঈদের আনন্দকে পরিপূর্ণ করতে উপহার সামগ্রী বিতরণ করা মহতী ও প্রশংসনীয় উদ্যোগ। তিনি বলেন, শুধু ঈদের সময় নয়, ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে অগ্রণী ভূমিকা রাখবে এই সমিতি।

তিনি হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির মতো অন্যান্য সামাজিক সংগঠনগুলোকে দেশ, জাতি ও মানবতার কল্যাণে কাজ করার আহবান জানান।