• ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেট রেলওয়ে স্টেশনে পথচারীদের নিয়ে ‘স্বপ্নচুড়া’র ইফতার মাহফিল

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ২৩, ২০২৫
সিলেট রেলওয়ে স্টেশনে পথচারীদের নিয়ে ‘স্বপ্নচুড়া’র ইফতার মাহফিল

স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচুড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্দোগে সমাজের সুবিধাবঞ্চিত রোজাদারদের নিয়ে সিলেটের রবিবার রেলওয়ে স্টেশনে কয়েক শতাধিক সুবিধাবঞ্চিতদের নিয়ে সংগঠনের সদস্য ও অতিথিদের নিয়ে খোলা আকাশের নিচে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে প্রতিষ্টাতা সভাপতি সাংবাদিক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মো. রুহুল ইসলামের পরিচালনায় অতিথির বক্তব্য রাখেন- নকশী বাংলা ফাউন্ডেশন দাতা সদস্য প্রবাসী কমিউনিটি নেতা সেবুল আহমদ, নকশী বাংলা ফাউন্ডেশন সভাপতি প্রিন্সিপাল মো. শাহীনুর রহমান চৌধুরী, স্বপ্নচুড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, মামুন মিয়া, মিজান আহমদ, হাফিজুর রহমান, শরিফ আহমদ, আব্দুল বাছিত।

ইফতার মাহফিলে অতিথিরা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্বপ্নচুড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন মানবিক দায়িত্ব হিসেবে। সাওম পালনকারী অসহায় মানুষকে ইফতার প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। আমাদের উচিত আমাদের আশেপাশের অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।

অনুষ্টান শেষে স্বপ্নচুড়ার সকল প্রবাসী কমিউনিটি সদস্য বৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি সাংবাদিক মো.হাবিবুর রহমান।

ইফতার মাহফিলে দেশ-জাতির কল্যাণে দুয়া পরিচালনা করেন, সংগঠনের পৃষ্টপোষক মাওলানা মাজহারুল ইসলাম জয়নাল।