
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় ভূমি অফিসের উপ-সহকারী মো. রাসেল মিয়াকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
বুধবার বিকালে আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের ভূমি অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গ্রেপ্তার এড়াতে বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন তিনি। তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত রাসেল মিয়া চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. রজব আলীর ছেলে।
চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেপ্তারকৃত রাসেল মিয়া চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বৃন্দাবন সরকারী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সভাপতি ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ছিলেন।
এ সময় তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলা রয়েছে। সেই মামলার এজাহারভূক্ত আসামি রাসেল মিয়া।
এছাড়া তার বাবা মো. রজব আলীর বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলা রয়েছে।
৫ আগস্টের পর দীর্ঘদিন আত্মগোপনে থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ম্যানেজ করে শায়েস্তাগঞ্জ ভূমি থেকে আজমিরীগঞ্জ জলসুখা ভূমি অফিসের বদলি হন রাসেল মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে সেনাবাহিনীর ক্যাপ্টেন আরাফি তাজওয়ার আমিনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।