
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি এম এ সাত্তারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) শান্তিগঞ্জের সুহেল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা সেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি ফরিদুর রহমান ফরিদের সভাপতিত্বে ও যুবদল নেতা কাবিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এইচ এম নাছির আহমেদ, বিএনপি নেতা ইসমত পাশা, উপজেলা জমিয়তের সাধারন সম্পাদক এম আব্দুল হাফিজ, প্রভাষক মামুন আহমেদ, যুবদল নেতা তালুকদার এ এইচ মিলন ও আলী আহমেদ দুলাল।
এসময় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা আশিক মিয়া, আব্দুল হক, যুবদল নেতা মহিম উদ্দিন, আব্দুল আলী, শাহ আলম, ছাত্রদল নেতা রিয়াদ জনি, বশির আহমেদ, ইমন তালুকদার, মুবিন আহমদ, শাকিল, তুহিন, সেচ্ছাসেবক দল নেতা মইনুল, শাহ আলম, বিলাল, আফরোজ সুহেল দুদু মিয়াসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।