• ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সাংবাদিক দুলালের বিরুদ্ধে মামলা

sylhetsurma.com
প্রকাশিত মে ৮, ২০২৪
সাংবাদিক দুলালের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজার প্রতিনিধি : আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সুপ্রভাত সিলেটের সম্পাদক কানাডা প্রবাসী সাংবাদিক দুলাল আহমদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে।  র‌্যাবের এক কর্মকর্তা বাদী হয়ে গত ৭ মে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতে এ মামলাটি করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।  দুলাল আহমদ বড়লেখা উপজেলার গ্রামতলা গ্রামের মোহাম্মদ আব্দুস সাত্তারের ছেলে।  মামলার বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদুর রহমান বলেন, দুলাল আহমদ রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে একাধিক নিউজ করেছেন। যা বাহিনীর সুনাম ক্ষুন্ন করছে। এছাড়া তিনি কানাডায় গিয়েও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে র‌্যাব প্রমাণ পেয়েছে। এসব নানা বিষয় এজাহারে উল্লেখ করে মামলাটি করা হয়েছে। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন পিবিআইকে।