
স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে অফিস থেকে বাসায় ফেরার পথে যুক্তরাজ্য প্রবাসী দেওয়ান আহমদ মুসান্নার স্ত্রী নওরীন আক্তার ও সন্তান দেওয়ান আহমদ সামারার উপর হামলার ঘটনা ঘটেছে। এসময় হামলাকারীরা তাদেরকে হেনস্তা করে এবং জোরপূর্বক মোবাইল ছিনিয়ে নিয়ে ভেঙ্গে ফেলে। নওরীন আক্তার বেসরকারী একটি প্রতিষ্ঠানে চাকুরী করেন। নগরীর কে বি আলাউদ্দিন রোডের ৮৯ মুসলিম কোয়ার্টারে সন্তানকে নিয়ে থাকেন। বর্তমানে তার স্বামী প্রবাসে রয়েছেন।
ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার (১৩ জুলাই ২০২৩) ফ্লাওয়ার কেজি স্কুলের পিছনে গির্জাপাড়া রোডে নওরীন আক্তার অফিস শেষে বাসায় ফেরার পথে ৩টি মোটর সাইকেলে ৭ জন অপরিচিত লোক তার পথ গতিরোধ করে দাড়ায়। এসময় তারা তাকে হেনস্থা করে। এমন পরিস্থিতিতে নওরীন আক্তার ও সাথে থাকা তার মেয়ে সামারা আতংকিত হয়ে পড়েন। এসময় সন্ত্রাসীরা তার স্বামীর অবস্থান সম্পর্কে জানতে চায়। তার স্বামী উচ্চ শিক্ষার জন্য লন্ডনে গেছে জানার পর সন্ত্রাসীরা ধামকি দিয়ে বলে দেশে আসলে তাকে দেখে নিব। দেশে থাকাকালীন সময়েও তার স্বামী দেওয়ান আহমদ মুসান্নার উপর সন্ত্রাসী হামলা হয়েছিল।
জানা যায়, নওরীন আক্তারের স্বামী দেওয়ান আহমদ মুসান্না উচ্চ শিক্ষার জন্য লন্ডন যাওয়ার সময় তার স্ত্রী নওরীন্ আক্তার ও মেয়ে দেওয়ান আহমদ সামারা নিরাপত্তার কথা চিন্তা করে তাদেরকে সাথে করে নিয়ে যান। পরে গত ২৭ মে তার স্ত্রী ও মেয়ে দেশে চলে আসেন।
দেওয়ান আহমেদ মুসান্না দেশে থাকার সময় তার প্রতিষ্ঠিত বাবসা প্রতিষ্ঠান দেওয়ান মৎস্য খামার নিয়ে তার চাচাতো ভাইয়ের সাথে ব্যবসায়িক বিরোধ ছিল। ধারণা করা হচ্ছে- সে বিরোধের জের ধরে এ হামলা হতে পারে। সন্ত্রাসীদের এসব কর্মকান্ডে নওরীন আক্তার তার স্বামী ও একমাত্র মেয়েকে নিয়ে নিরাপত্তাহীনতায় আছেন।
এ বিষয়ে রাজনগর থানায় যোগাযোগ করা হলে পুলিশ জানায়, ঘটনাটি তারা শুনেছেন এবং এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।