সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কালামকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-৯)। মঙ্গলবার সকালে সিলেট শহরতলির তালতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি কতোয়ালি মডেল থানায় দায়ের করা বিস্ফোরণ মামলার এজহারভূক্ত আসামী। আবুল কালাম উপজেলার দৌলতপুর ইউনিয়নের মিরেরগাও গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। মঙ্গলবার দুপুরে তাকে কতোয়ালী থানায় তাকে হস্তান্তর করে র্যাব। কতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক বলেন, র্যাব কর্তৃক আটক হওয়া আবুল কালাম ৪ আগস্ট এর ভাঙচুর ও বিস্ফোরণ মামলার আসামি। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।