মৌলভীবাজারের বড়লেখায় অর্জুন বোনার্জি নামে এক চা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বসত ভিটার উঠানে থাকা কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। নিহত অর্জুন উপজেলার রশিদাবাদ চা বাগানের মৃত বিরেন্দ্র বোনার্জির ছেলে। এব্যাপারে নিহতের মেয়ে শংকরী বোনার্জি থানায় অপমৃত্যু মামলা করেছেন।
স্থানীয়রা জানান, রোববার ভোরে বসত ভিটার উঠানে থাকা কাঁঠাল গাছে গলায় মাফলার পেছানো অবস্থায় অর্জুন বোনার্জিকে দেখতে পান তার নাতনি সীমা বোনার্জি। এসময় তিনি চিৎকার করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে দুপুরে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ধারণা করা হচ্ছে, আগের রাতের কোনো এক সময় অর্জুন বোনার্জি আত্মহত্যা করেছেন।
বড়লেখা থানার ওসি মো. আব্দুল কাইয়ুম জানান, নিহতের পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।