• ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই রজব, ১৪৪৬ হিজরি

মাইকে ঘোষণা দেওয়ায় ডা কা ত দের গু*লি, টাকা ও স্বর্ণালঙ্কার লু*ট

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৫
মাইকে ঘোষণা দেওয়ায় ডা কা ত দের গু*লি, টাকা ও স্বর্ণালঙ্কার লু*ট

সিলেটের গোলাপগঞ্জে গভীর রাতে যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা হয়েছে। লুট হয়েছে টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইলসহ অন্তত ১৫ লাখ টাকার মালামাল।

 

শুক্রবার দিবাগত রাতে পৌর এলাকার ৯ং ওয়ার্ডের রণকেলী নুরুপাড়া এলাকার যুক্তরাজ্য প্রবাসী সিরাজ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় ডাকাতদের হামলায় আহত হয়েছেন একজন।

 

স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, যুক্তরাজ্য প্রবাসী সিরাজ মিয়ার বাড়িতে শুক্রবার (৩ জানুয়ারি) গভীর রাতে ৮-১০ জন মুখোশধারী ডাকাতদল দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করেন। এসময় তাদের বাঁধা দিলে প্রবাসী সিরাজ মিয়ার ছোট ভাই জহির উদ্দিনকে আহত করে ডাকাতরা। পরে অস্ত্রের মুখে বাকি পরিবারের সদস্যদের জিম্মি করে টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইলসহ অন্তত ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় মসজিদের মাইকে ডাকাত এসেছে বলে মাইকিং করা হলে ডাকাতরা ফাকা গুলি ছুড়ে নিরাপদে চলে যায়।

 

আহত জহির উদ্দিন জানান, আমাদের ঘরে থাকা নগদ অর্থ, ৮ ভরি স্বর্ণ, ৩টি মোবাইল সেটসহ অন্তত ১৫ল লাখ টাকার মালামাল ডাকাতদল লুট করে নিয়েছে।

 

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যার জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।