আলোকিত সুনামগঞ্জ মানবিক সংগঠন মেধাবৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে জেলার বিভিন্ন উপজেলার ৫ম,৭ম ও ৮ম শ্রেণির ৬৫ জন শিক্ষার্থীদের মধ্যে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রধান করা হয়।
এসময় বৃত্তিপ্রাপ্তদের সনদপত্র ও স্মারক প্রদান করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আলোকিত সুনামগঞ্জ মানবিক সংগঠনের সভাপতি শাহরিয়ার হক নাবিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়োর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু নোমান মোহাম্মদ শফিকুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সমাজসেবী আবু মোশারত খোকন, শাহীনা চৌধুরী, এনামুল হক, খলিল রহমান, ইমতিয়াজ সরকার , সামিনা চৌধুরী, শহীদ নূর আহমেদ সহ প্রমূখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আলোকিত সুনামগঞ্জ মানবিক সংগঠনের সহ-সভাপতি মুস্তাকিম খাঁন রোহান, সাধারণ সম্পাদক নাছিফ আজিজ চৌধুরী, তাহসিন আহমদ, মোতাসিম হক নাফিস, সামসুজ্জামান, জুবায়ের, অয়ন, তাসনিম সরকার ইমামিম সহ বাকি সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠান পরিচালনায় ছিল খালিদ আহমদ সাইফ ও আবির শাহরিয়ার মাহি প্রমুখ।
সংগঠনের মেধা বৃত্তিতে ৫ম শ্রেণিতে জামালগঞ্জ উপজেলার সামিউল হাসান, ৭ম শ্রেণিতে অয়ন সরকার আবির সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, ৮ম শ্রেণিতে সাদিকা আক্তার সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় ১ম স্থান অর্জনকারীর পুরস্কার গ্রহণ করে।