• ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৪ঠা রজব, ১৪৪৬ হিজরি

দোয়ারাবাজারে জাতীয় সমাজসেবা দিবস পালিত

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৫
দোয়ারাবাজারে জাতীয় সমাজসেবা দিবস পালিত

‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ এ প্রতিপ্রাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে উপজেলা সমাবসেবা কার্যালের উদ্যোগে ওয়াকাথন’র মাধ্যমে দিবসটির উদ্বোধন করা হয়। পরে ৫জন ভিক্ষুককে ভিক্ষা করবেনা প্রতিশ্রুতিতে পূনবার্সন বাবদ গবাদিপশু, মুদিপণ্য ও একটি ভাসমান ভ্যানদোকান প্রদান করা হয়।

দুপুর ১২টায় বিভিন্ন দপ্তর ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ ওয়াকাথন ও কল্যাণরাষ্ট্র গঠনে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার ৮জন দরিদ্র মহিলাকে ৮০ হাজার টাকা ও একজন প্রতিবন্ধীকে ৫০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু। উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা, অগ্রণীবাংক কর্মকর্তা জিল্লুররহমান, সাংবাদিক বজলুর রহমান ও সোহেল মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

আলোচনা সভা শেষে নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা নসকস এর অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত রোগীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা আবু সালেহীন খাঁন, নসকস সভাপতি শফিকুল ইসলাম, সাবেক সভাপতি আবিদ রনি, সিনিয়র সদস্য নজরুল ইসলাম, আব্দুল আলিম প্রমুখ।