• ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৪ঠা রজব, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে পানি সেচ দেয়া নিয়ে সং ঘ র্ষ, নারীসহ ২৫ জন আ হ ত

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২৪
সুনামগঞ্জে পানি সেচ দেয়া নিয়ে সং ঘ র্ষ, নারীসহ ২৫ জন আ হ ত

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের ধরমপুর গ্রামে কৃষি জমিতে সেচ দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২ নারীসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

 

মঙ্গলবার বিকালে উপজেলার ধরমপুর গ্রামের রইছ আলী ও রফিক মিয়ার লোকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সত্যতা সস্বীকার করেছেন শান্তিগঞ্জ থানার ওসি মো. আকরাম আলী।

 

পুলিশ ও প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, ধরমপুর গ্রামে রইছ মিয়া ও রফিক মিয়ার মধ্যে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিলো। কিছুদিন পূর্বে ধরমপুর গ্রামের রফিক মিয়ার ডোবায় কে বা কারা বিষ দেয়। এ নিয়ে উভয় পক্ষের লোকদের মধ্যে নতুন করে বিরোধ সৃষ্টি হয়৷ সালিসের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হলেও মঙ্গলবার বিকালে কৃষি জমিতে পানি দেয়াকে কেন্দ্র করে ফের বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে যা সংঘর্ষে রূপ নেয়। ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে ২ নারীসহ উভয় পক্ষের অন্তত ৩০ আহত হয়েছেন বলে জানা যায়। কবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

 

আহতরা হলেন, ধরমপুর গ্রামের আব্দুস সালাম (৪৫), সিরাজুল ইসলাম (৩০) আব্দুল খালিক ৫০, আবু বক্কর (৩৩), রিপন আলী (২৫), এশকার হোসেন (৫৫), দিলোয়ার (৩০),আব্দুনুর (৪৫), হোসেন (৩৫) জুবেল মিয়া (২৬), সেনুর আলী (২৪), ইউছুব আলী (৩৫), সুমাইয়া (১৩), শিল্পিনা বেগম(৩৩), রফিক (৩৫), ইছানুর (৩৮), উলিবুর (২৩), রিপন (৩০), হাবিবুর রহমান (৩৯), আনাস আলী, সাব্বির (২৫), কাসেম (৪০) প্রমুখ।

 

আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতাল ও

সিলেট এম এজি ওসমানি মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

সুনামগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মো. শফিকুল ইসলাম বলেন, সংঘর্ষে অনেক আহত এসেছেন৷ বেশির ভাগ আহতদের মাথায়, পা, হাতে জখম রয়েছে। গুরুতর আহত দুই জনকে সিলেট এম এজি ওসমানি মেডিকেল রেফার করা হয়েছে বলে জানান তিনি।

 

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম আলী বলেন, দুই পক্ষের জমিজমান নিয়ে বিরোধ রয়েছে। আজ পানি সেচকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ হয়। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তীতে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।