• ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

পুলিশের খাঁচায় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০২৪
পুলিশের খাঁচায় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্রকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর পৌরসভার সামন থেকে গ্রেফতার করা হয়। তিনি জগন্নাথপুর পৌরসভার জগন্নাথপুর এলাকার মৃত জগদ্বীপ সুত্রধরের ছেলে।

 

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বলেন, মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ঘটনার সাথে জড়িত সন্দেহে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গত ১৯ নভেম্বর উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর নুর বাদী হয়ে কার্যালয়ে অগ্নিসংযোগ ও চুরির অভিযোগে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ আওয়ামী লীগের ৪৯ নেতাকর্মীর নামে জগন্নাথপুর থানায় একটি মামলা করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ২৫/৩০ জনকে আসামি করা হয়।

 

এ পর্যন্ত ওই মামলায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে আদালতে জামিনের জন্য হাজির হলে আরও তিন নেতাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায় আদালত।