• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ফসল রক্ষা বাঁধ নির্মাণে শান্তিগঞ্জের দুই ইউনিয়নে গণশুনানি

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৪
ফসল রক্ষা বাঁধ নির্মাণে শান্তিগঞ্জের দুই ইউনিয়নে গণশুনানি

শান্তিগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে পাথারিয়া ও পশ্চিম বীরগাঁও ইউনিয়নের কৃষকদের নিয়ে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এই গণশুনানিতে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি সুকান্ত সাহা।

শান্তিগঞ্জ উপজেলার দায়িত্বে থাকা পাউবোর উপ-সহকারী প্রকৌশলী(এসও) মমিন মিয়ার পরিচালনায় গণশুনানিতে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন, উপজেলা জামায়াতের আমির ও পাউবো কমিটির সদস্য হাফেজ আবু খালেদ, নূর মিয়া, সমাজকর্মী আসাদুজ্জামান আসাদ, তোফাজ্জল হক, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও পাউবো কমিটির সদস্য মো. আবু সঈদ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক এবং সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ প্রমূখ।