• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাথে জেলা বিএনপি সভাপতি কাইয়ুম চৌধুরীর মতবিনিময়

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২৪
ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাথে জেলা বিএনপি সভাপতি কাইয়ুম চৌধুরীর মতবিনিময়

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, এ অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে অতীতের ন্যায় কাজ করতে চাই। ফেঞ্চুগঞ্জ উপজেলাটি দেশের মানচিত্রে একটি ঐতিহ্যবাহী উপজেলা এখানে বেশ’কটি শিল্প কারখানা গড়ে উপজেলাকে সমৃদ্ধশালী করেছে। আপনারা সাংবাদিকরা জাতীর বিবেক। আপনাদের সর্বাত্বক সহযোগিতার মাধ্যমে এ অঞ্চলেের যে কোন উন্নয়নে অবদান রাখতে চাই।

তিনি আরো বলেন, বিগত ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের আমলে হত্যা, গুম আর নির্যাতনের রাজনীতির মাধ্যমে দেশের গনতন্ত্রকে ধ্বংস করেছে, আইনের শাসন প্রতিষ্টায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। দেশেকে অস্হিতিশীল করতে ভারত বসে এখনও গভীর ষড়যন্ত্র করছে যে কোন মুল্যে বিএনপি সকল ষড়যন্ত্র রুখে দেবে।

রবিবার (৮ই ডিসেম্বর) সিলেটের ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে তিনি ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে আয়োজিত সভায় এ কথা গুলো বলেছেন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওহিদুজ্জামান চৌধুরী ছুফি, বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, দক্ষিন সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ইফতেখার উদ্দিন পেদল।

ফেঞ্জুগঞ্জ প্রেসক্লাবের পক্ষে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা, সহ-সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল।

সভা পরিচালনা করেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহ সম্পাদক দেলওয়ার হোসেন পাপ্পু।

সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণের ধারাবাহিকতার অংশ হিসাবে ফেঞ্চুগঞ্জ উপজেলা ফেরিঘাট ও সামাদ প্লাজা চত্বরে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন সিলেট জেলা বিএনপির সভাপতি জননেতা আব্দুল কায়ইুম চৌধুরী।