নাঈম আহমদ, লন্ডন থেকে ::
বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা দৈনিক ‘আমার দেশ’ এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবীতে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ‘রাইটস অব দ্যা পিপল’ এর উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) বিকালে যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের এক কনফারেন্স হলরূমে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
রাইটস অব দ্যা পিপল এর দপ্তর সম্পাদক মো: কাওছার আহমদের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল কুদ্দুস। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম, প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ লস্কর, সহকারী প্রচার সম্পাদক শাহরিয়ার হোসেন সাকিব।
সভাপতির বক্তব্যে আব্দুল কুদ্দুস বলেন, আওয়ামী ফ্যাসিবাদ বিগত ১৬ বছর থেকে আজ অবদি রাষ্ট্রের সকল স্তরে চেপে আছে। বস্তুনিষ্ঠ সংবাদ মাধ্যম আমার দেশ পত্রিকার সম্পাদক ও বীর কলম সৈনিক মাহমুদুর রহমান প্রবাস থেকে দেশে ফিরে গিয়ে আদালতে আত্মসমর্পণ করেন কিন্তু ফ্যাসিবাদের দোসররা এখনও স্ব স্ব পদে বহাল তবিয়তে থেকে নির্যাতিত এই সম্পাদককে আটক করে জেলে প্রেরণ করেছে। যা মানবাধিকারের চরম লংঘন।
তিনি অবিলম্বে মজলুম সাংবাদিক মাহমুদুর রহমানের উপর থেকে ষড়যন্ত্রমূলক সকল মিথ্যা মামলা প্রতাহার এবং নিঃশর্ত মুক্তি দাবী করে আরো বলেন, দেশ থেকে ফ্যাসিস্ট বিদায় নিয়েছে কিন্তু তাদের নিয়োগকৃত কর্মকর্তারা জনমনে আতঙ্ক সৃষ্টি করে রেখেছে। রাষ্ট্রের প্রতিবাদী কন্ঠগুলোকে বিভিন্নভাবে দমিয়ে রাখার কুটকৌশল বাস্তবায়নের চেষ্টা করছে। স্বৈরাচার হাসিনা সরকারের সকল পেতাত্মাদের সমূলে নির্মুল না হওয়া পর্যন্ত রাইটস অফ দ্যা পিপল এর কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রতিবাদ সভায় অন্যান্য বক্তারা বলেন, মাহমুদুর রহমান সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে আধিপত্যবাদীদের বিরুদ্ধে শক্তিশালী ভূমিকা রেখে যাচ্ছেন। মাহমুদুর রহমান অকুতোভয় নির্ভীক সৈনিক হিসেবে ফ্যাসিবাদের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন। যখনই তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে লেখা শুরু করলেন, ঠিক তখনই তার বিরুদ্ধে স্বৈরাচারের পক্ষ থেকে মামলা দেওয়া শুরু হয়। এমনকি ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে আদালত প্রাঙ্গনে তার উপর হামলাও হয়। আওয়ামী ফ্যাসিস্টদের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তির দাবী জানান বক্তারা।
এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সানাউর রহমান চৌধুরী, প্রকাশনা সম্পাদক রুবেল আহনেদ, মোঃ আতাউর রহমান, আব্দুল মুমিন রাহি, মো: আব্দুল হাকিম, মো: সানাউর রহমান চৌধুরী, কাওছার আহমদ রিফাত, ফরহাদ আহমেদ এমন, ফখরুল ইসলাম, মাহমুদুল হাসান সানী প্রমুখ।