• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

লন্ডনে রাইটস অব দ্যা পিপলের প্রতিবাদ সভা

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২৪
লন্ডনে রাইটস অব দ্যা পিপলের প্রতিবাদ সভা

নাঈম আহমদ, লন্ডন থেকে ::
সরকার ও রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে আওয়ামী লীগের নিয়োগকৃত কর্মকর্তা কর্তৃক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে লন্ডনে বিশাল প্রতিবাদ সভা সম্পন্ন হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের একটি কনফারেন্স হলে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ‘রাইটস অব দ্যা পিপল’ এর উদ্যোগে উক্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় মানবাধিকার কর্মীগণ ছাড়াও লন্ডনস্থ বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

সংগঠনের সভাপতি আসাদুজ্জামান সাফির সভাপতিত্বে, এসি: সেক্রেটারি মো: আব্দুল্লাহ নাঈমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সংগঠনের সহকারী সেক্রেটারি রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম, দপ্তর সম্পাদক মো: কাওছার আহমেদ ও প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ লস্কন প্রমূখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মানবাধিকার কর্মী আব্দুল কুদ্দুস মাছুম, রানু মিয়া, আব্দুল মুমিন রাহি, আব্দুল কুদ্দুস, শাহরিয়ার হুসেন সাকিব, ঈসা মোহাম্মদ, আব্দুল বাছির, আব্দুল্লাহ মো: তাহের, মো: সাহিদুর রহমান ও ময়নুল ইসলাম প্রমূখ।

সভাপতির বক্তব্যে আসাদুজ্জামান সাফি বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। কিন্তু দেশের অভ্যন্তরে একটি বৃহৎ চক্রান্ত চলছে। আওয়ামীলীগের নিয়োগকৃত কর্মকর্তারা জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও তাদের প্রোপাগান্ডা ও আওয়ামী প্রশাসনিক সমর্থন একের পর এক সংকট তৈরি করছে, যা অন্তর্বর্তীকালীন সরকার এবং গোটা দেশকে অস্থিতিশীল করে তুলেছে। তারা রাষ্ট্রের বিভিন্ন স্তরে শক্ত অবস্থান তৈরি করে সাধারণ মানুষের কণ্ঠরোধের চেষ্টা করছে। আমরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রাইটস অব দ্যা পিপল এর মাধ্যমে সচেতনতা তৈরি করে যাচ্ছি এবং আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে যতদিন না পর্যন্ত এই পেতাত্মারা সম্পূর্ণভাবে নির্মূল হয়।

প্রতিবাদ সভায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বলেন, রাইটস অব দ্যা পিপল দেশ-বিদেশে এমন অসংখ্য পদক্ষেপ গ্রহণ করবে এবং এর মাধ্যমে জনগণের অধিকার রক্ষার কাজ অব্যাহত রাখবে।