• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দুই পুলিশ কর্মকর্তাকে সিলেটে বদলি

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২৪
দুই পুলিশ কর্মকর্তাকে সিলেটে বদলি

অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ২৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে দুই কর্মকর্তাকে

সিলেট বিভাগে বদলি করা হয়েছে।

 

প্রজ্ঞাপন অনুযায়ী- লালমনিরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আতিকুল হককে হবিগঞ্জ অতিরিক্ত জেলা পুলিশ সুপার এবং রাঙ্গামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ রাজু (পিপিএম)-কে মৌলভীবাজার জেলা অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

 

রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার (৪ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) খন্দকার শামীমা ইয়াছমিনের নামে জারিকৃত আদেশে তাদের বদলি করা হয়।

বদলিকৃত ২৬ কর্মকর্তার মধ্যে ১৯ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ৭ জন সহকারী পুলিশ সুপার রয়েছেন।