• ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সন্ত্রাসী হামলায় কুলাউড়ায় এলডিপি নেতা নাঈম গুরুতর আহত

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২০
সন্ত্রাসী হামলায় কুলাউড়ায় এলডিপি নেতা নাঈম গুরুতর আহত

কুলাউড়া প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সক্রিয় নেতা রাকিবুল হক নাঈমের উপর একদল দুর্বৃত্ত লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা করেছে। গতকাল ২৭ অক্টোবর সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কুলাউড়া থানার এএসআই জসিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। দোষীদের গ্রেফতারপূর্বক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নাঈম কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের মনসুর গ্রামের রফিক মিয়া ফাতুর ছেলে।
জানা যায়, এদিন সন্ধ্যায় নাঈম তার খালুর অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে যাওয়ার পথে একদল সন্ত্রাসীরা তাকে গতিরোধ করে বেধড়ক পিঠিয়ে গুরুতর আহত করে। তার চিৎকারে আশপাশের লোকজন আসতে দেখে সন্ত্রাসীরা ঘটনাস্থল হতে দ্রুত পালিয়ে যায়। পরে প্রত্যক্ষদর্শীরা মারাত্মক আহত অবস্থায় নাঈমকে কুলাউড়া পলি ক্লিনিক হাসপাতালে ভর্তি করেন। সংবাদ পেয়ে ক্লিনিকে গেলে নাঈমকে অজ্ঞান অবস্থায় চিকিৎসাধীন পাওয়া যায়। তার সমস্ত শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
নাঈমের বাবা রফিক মিয়া ফাতু বলেন, দীর্ঘদিন থেকে সরকার দলের স্থানীয় কিছু নেতাকর্মীদের সহিত নাঈমের রাজনৈতিক বিরোধ চলে আসছিলো। ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের দলে যোগদান না করলে নাঈমকে প্রাণেহত্যার হুমকি দিয়েছে। এই হুমকির ধারাবাহিকতায় সন্ত্রাসীরা তার ছেলে নাঈমকে আক্রমণ করেছে। তিনি হামলাকারীদেরকে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান।