• ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কানাইঘাটে যুবলীগের নেতার বাড়ীতে দুর্বৃত্তদের হামলা, লুটপাট

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ১, ২০২৪
কানাইঘাটে যুবলীগের নেতার বাড়ীতে দুর্বৃত্তদের হামলা, লুটপাট

কানাইঘাটে যুবলীগের নেতার বাড়ীতে দুর্বৃত্তদের হামলা ও লুটপাট পরবর্তী দৃশ্য


কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের নিজ ঝিংগাবাড়ী গ্রামের মৃত আব্দুর রহমানের বাড়ীতে দুর্বৃত্তদের হামলার অভিযোগ ওঠেছে। তার ছেলে যুবলীগ নেতা কামরুল ইসলাম। সে বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী। গত ৩০ সেপ্টেম্বর সোমবার রাত ৮ ঘটিকায় তার বাড়ীতে এই হামলা হয়েছে বলে জানা যায়। এসময় প্রবাসীর বাড়ীতে থাকা স্বর্ণ, নগদ টাকা, টিভি, এবং অনেক মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।


সরেজমিনে দেখা গেছে, লন্ডন প্রবাসী কামরুল ইসলামের বাড়ীর মালামাল লুট ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ১২/১৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে হামলাকারীরা বিএনপির নেতাকর্মী। কামরুল ইসলাম যুবলীগ করার অপরাধে রাজনৈতিক প্রতিহিংসার জন্য তার বাড়ীতে এ হামলা হয়েছে বলে মনে করেন এলাকাবাসী। ঐ ওয়ার্ডের ইউনিয়ন সদস্য মনির আহমদ জানান, এর আগে গত ৫ই আগস্টের পরে তার বাড়ীতে হামলা হয়। তিনি আরো জানান, কামরুল ইসলামের নামে নাকি রাজনৈতিক মামলাও হয়েছে এবং তাকে গ্রেফতার করার উদ্দেশ্যে একাধিক বার পুলিশ তার বাড়ীতে খুঁজতেও যায়।
ক্ষতিগ্রস্থের পরিবার সূত্রে জানা যায়, ১২/১৩ জন দুর্বৃত্ত হঠাৎ বাড়ীতে ঢুকে তাদের মুখ ঢাকা অবস্থায় ককটেল ফুটিয়ে বাড়িতে হামলা চালিয়ে স্বর্ণ, নগদ অর্থ, টিভিসহ মূল্যবান জিনিসপত্র ভাঙচুর ও ছিনিয়ে নিয়ে চলে যায়। ঘটনার পরপরই ভুক্তভোগী প্রবাসীর পরিবার থানায় অভিযোগ করতে গেলে পুলিশ তা আমলে নেয়নি। পরে তারা নিরুপায় হয়ে বাড়ীতে চলে আসেন এবং বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে জানতে কানাইঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল আউয়ালের মোবাইল ফোনে বার বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।