সিলেট সুরমা ডেস্ক : সিলেটের বিশ্বনাথ উপজেলার শরিষপুর গ্রামের জুনাব আলীর ছেলে সামছুল ইসলাম রুবেল ও তার স্ত্রী আমিনা আক্তার সুমা।
তাহারা এলাকার শান্ত পরিবেশ ও পরিস্থিতিকে অশান্তিতে পরিনত করে তুলেছেন। মৌলবাদী ও নাস্তিক সামছুল ইসলাম রুবেল ও তার জীবনসঙ্গী আমিনা আক্তার সুমা গত কয়েক বছরজুড়ে চলেছে।
বিভিন্ন উগ্র ধর্মবাদী কার্যকলাপ দায় স্বীকার, সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বক্তব্যের ভাষা ইত্যাদি পর্যালোচনা করে দেখা যায় , কতটা মধ্যযুগীয় বর্বর চিন্তাধারায় তাড়িত তারা সমাজে ভিন্নমত ও বহু মতের অবস্থান নিশ্চিহ্ন করে দিতে চায়।
‘সংখ্যাগরিষ্ঠের ধর্ম’ ও ‘রাষ্ট্রধর্মের’ মতো সংকীর্ণ চিন্তার আফিমে বুঁদ হয়ে অনেকেই– এমনকি রাষ্ট্রও অনেকাংশে– এই উগ্র ধর্মান্ধদের পালে হাওয়া দিচ্ছে। ফলে বিষাক্ত বীজ এখন বিষবৃক্ষে পরিণত হতে চলেছে।
যারা প্রকৃত অর্থেই ধর্মপ্রাণ, বিশ্বাসী, ধর্মীয় শাস্ত্রানুমোদিত জীবন যাপন করে থাকে, তারাও কিন্তু রেহাই পাচ্ছে না উগ্র ধর্মান্ধ বিষাক্ত ছোবল থেকে।
এই উগ্রবাদী গোষ্ঠীর ধর্মীয় চরিত্র খুব নড়বড়ে ও সুবিধাবাদী এবং ধর্ম-দর্শন পাঠ ও চর্চার প্রমাণসাপেক্ষ কোনো তত্ত্বগত কাজও এদের নেই। সুতরাং ধর্ম সম্বন্ধে অপব্যাখ্যা, সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তব্য প্রচার এবং ভিন্নমতাবলম্বীদের
এমনকি কোন লোকজন বাধা দিলে তাদেরকে বিভিন্ন মামলার আসামি করা হচ্ছে।সর্বশেষ সিলেটের বিশ্বনাথ উপজেলায় তাদের মামলার স্বীকার হয়ে একটি মামলার আসামি একই গ্রামের মৃত জহির উল্লার ছেলে আফিজ আলী (৬৫),ও তার ছোট ভাই জফর আলী (৬৩),আফিজ আলীর ছেলে আয়াছ ইসলাম(৩৫)ও ইলিয়াস ইসলাম (৩৭),আলমাস ইসলাম (২৮)একই গ্রামের জফর আলী ছেলে তুরন ইসলাম (৩৫),আফিজ আলীর ছেলে মামুন ইসলাম (৩৩) ও তার বোন আয়শা ইসলাম(২৫)হাসনা ইসলাম (২৭) সর্ব সাং শরিষপুর।