হবিগঞ্জের মাধবপুরে ৩ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয় (৫৫বিজিবি) হবিগঞ্জ ব্যাটালিয়নের পক্ষ থেকে। ভারতীয় চোরাচালানের মধ্যে রয়েছে শাড়ি ও কসমেটিকসসহ নানা ধরণের পণ্য। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানায়, শুক্রবার দিবাগত রাতে ৫৫ বিজিবির একটি টহল দল ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলার সাহেব বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানকালে সন্দেহভাজন একটি কাভার্টভ্যান আটক করে তল্লাসি চালানো হয়। এসময় ভ্যানটির ভেতরে থাকা বেনারসি শাড়ি ৬৫ পিস, বিভিন্ন জাতের শাড়ি ৫৮১ পিস, মখমলের কাপড় ২৯৯২ মিটার, এছাড়াও প্রায় ৩২ হাজার পিস বিভিন্ন জাতের ক্রিম ও লোশন রয়েছে। পরে যা জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।
৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমদাদুল বারী বলেন, ভারতীয় বিপুল পরিমাণ শাড়ি ও কসমেটিকস পণ্য অবৈধভাবে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ কোটি টাকা মূল্যের শাড়ি ও কসমেটিকসসহ নানা ধরণের পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্য জেলা কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।