• ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ছাত্রদল নেতা মারজানের পিতাকে হত্যার হুমকি, ছাত্রদল নেতৃবৃন্দের নিন্দা

sylhetsurma.com
প্রকাশিত মে ১৪, ২০১৮
ছাত্রদল নেতা মারজানের পিতাকে হত্যার হুমকি, ছাত্রদল নেতৃবৃন্দের নিন্দা

নিজস্ব প্রতিবেদক ::
সিলেট মদন মোহন কলেজের প্রচার সম্পাদক মারজানুল ইসলামে পিতা আব্দুস সালামকে লঞ্চিত ও প্রাণে হত্যার হুমকি দিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। এ বিষয়ে থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ অভিযোগ আমলে নেয়নি বলে জানিয়েছেন ভোক্তভোগী মারজানের পিতা।

জানা যায়, মারজান ইসলাম দীর্ঘদিন থেকে সিলেট মদন মোহন কলেজ ছাত্রদল ও সিলেট মহানগর ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি ছাত্রলীগের বিভিন্ন রকম হুমকি ও হামলার কারণে আত্মগোপণে আছেন। তবে তার খোজে সিলেট জেলা আওয়ামী লীগ নেতা রাহেল সিরাজ এর অনুসারী ছাত্রলীগের নেতাকর্মীরা মারজানের উপশহরিস্থ বাসার আশপাশে ঘুরতে থাকে। তারা মারজানের পিতাকে সামনে পেয়ে ধাক্কা ধাক্কি করে পড়নের কাপড় টানা হেঁচড়া করে ছিরে ফেলে মারজানের খোজ চায়। তখন মারজানের পিতা জানান আমার ছেলে বহুদিন থেকে বাসায় ফিরে নাই আমি নিজে আমার সন্তানের মুখ দেখতে পারছিনা দীর্ঘদিন থেকে।

এসময় তারা মারজানের খোজে না পেলে মারজানের পিতাসহ পরিবারের সবাইকে হত্যা করে লাশ ঘুম করার হুমকি দেয়।

আব্দুস সালাম জানান, এ ঘটনার পর তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভোগছেন। তারা থানায় মামলা করতে গেলে কোতওয়ালী থানার ওসি হুমায়ূন রশিদ তাদের সাথে উল্টা খারাত আচরণ করেন।
এদিকে এ ঘটনার নিন্দা জানিয়েছেন সিলেট জেলা ছাত্রদলের সভাপতি সিহাব খান, মহানগর ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার।