• ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে রজব, ১৪৪৬ হিজরি

ধান খাওয়ার জেরে গরু হত্যা, দুপক্ষের সংঘর্ষে আহত ২, মামলা দায়ের

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ১২, ২০১৭
ধান খাওয়ার জেরে গরু হত্যা, দুপক্ষের সংঘর্ষে আহত ২, মামলা দায়ের

ছাতক প্রতিনিধি :
গরুটি ধান খেতে গিয়েছিল। এ অপরাধে প্রাণে মেরে ফেলা হয় তাকে। খবর পেয়ে গরুর মালিক ঘটনাস্থলে এসে প্রতিবাদ করলে দুপক্ষে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে গরুর মালিক ও তার পুত্র আহত হন। গত ১০ মার্চ ছাতক থানার দক্ষিণ কুর্শি গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল ১১ মার্চ এ ঘটনায় গরুর মালিক ফারুক মিয়া বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় স্থানীয় ওয়ার্ড মেম্বার শফিক ও তার পুত্র শামিমসহ ১০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
সরেজমিন জানা যায়, গত ১০ মার্চ ছাতক থানার দক্ষিণ কুর্শি গ্রামের ফারুক মিয়ার গরু অসাবধানতাবশত: শফিক মেম্বারের ধান খেয়ে ফেলে। তখন মেম্বারের পুত্র ছাত্রলীগ নেতা শামিম গরুটিকে পিটিয়ে প্রাণেই মেরে ফেলেন। খবর পেয়ে ফারুক মিয়া ও তার পুত্র মো. মিনহাজুল ইসলাম ঘটনাস্থলে এসে গরুকে হত্যার প্রতিবাদ করলে উভয় পক্ষে সংঘর্ষ বেধে যায়। তখন ছাত্রলীগ নেতা শামীম ও তাদের লোকজনের হামলায় আহত হন ফারুক মিয়া ও তার পুত্র মো. মিনহাজুল ইসলাম। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ফারুক মিয়ার অবস্থা ছিল আশংকাজনক। এ ঘটনায় গতকাল ফারুক মিয়া বাদী হয়ে ওয়ার্ড মেম্বার শফিক ও তার পুত্র শামীমকে প্রধান আসামী করে ১০ জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার সত্যতা নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি জানান, উভয় পরিবারের মধ্যে পূর্ব শত্রুতামি রয়েছে। এরই জের ধরে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রকৃত দোষীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।