• ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বড়লেখায় জসিম উদ্দিন হত্যা মামলায় অজিত দাসকে গ্রেফতার করেছে পুলিশ

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৪
বড়লেখায় জসিম উদ্দিন হত্যা মামলায় অজিত দাসকে গ্রেফতার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার :
বড়লেখার পূর্ব মাইজ গ্রামে জসিম উদ্দিন হত্যা মামলায় জড়িত অজিত দাস (৫৪) কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গতকাল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের কানাইঘাটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এনিয়ে এ ঘটনায় মোট তিন জনকে গ্রেফতার করা হলো।
গতকাল রাতে অজিত দাসকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ডিবি সিলেট বিভাগের উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, গ্রেফতারের পর তাকে বড়লেখা থানায় সোপর্দ করা হয়েছে। ডিবি পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ১৫/০৯/২০২২ইং জমি দখলকে কেন্দ্র করে এক রক্তক্ষয়ী সংঘর্ষে জসিম উদ্দিন নিহত হন। এ ঘটনায় তার ভাই ইসলাম উদ্দিন বড়লেখা থানায় একটি লিখিত অভিযোগ করলে ১৬/০৯/ ২০২২ ইং তারিখে তা হত্যা মামলা হিসাবে নথিভুক্ত হয়।
বড়লেখা থানা পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, মামলার পরদিন দুই জনকে গ্রেফতার করা হয়। তিনি আরও বলেন, (জি.আর মামলা নং ১০০/২০১৯ ইংরেজি) মামলায় অজিত দাস ও অনুপ দাস অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র মামলার অভিযুক্ত। বিগত ১০/১০/২০২৩ ইংরেজি বিজ্ঞ মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের রায়ে তারা দন্ডপ্রাপ্ত পলাতক আসামী। হত্যা মামলার পর থেকে পিতা-পুত্র উভয়ই আত্মগোপনে রয়েছেন। ডিবি পুলিশ অজিত দাসকে গ্রেফতারে সক্ষম হলেও অনুপ দাসকে ধরতে পারেনি। তবে তাকে ধরতে র‌্যাব-পুলিশ মাঠে রয়েছে। অজিত দাসকে পুলিশ কোর্টে চালান দিলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত অজিত দাসকে মৌলভীবাজার জেলা কারাগারে রাখা হয়েছে বলে জানা গেছে।