
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় নাফিস ইমতিয়াজ (২২) নামের এক ছাত্রদল নেতাকে নির্বাচনী মিথ্যা মামলায় ঢুকিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। গত ১৭ ডিসেম্বর আওয়ামী লীগ ও তৃণমূল বিএনপির হামলার ঘটনায় তাকে আসামি করা হয় বলে জানায় পুলিশ। নাফিস উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের বিএনপি নেতা মঈন উদ্দিনের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ ডিসেম্বর কুলাউড়া পৌর শহরে আওয়ামী লীগ ও তৃণমূল বিএনপির নেতাকর্মীদের মাঝে হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। খবর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে এ ব্যাপারে আওয়ামী লীগের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় ঘটনাস্থলে না থেকেও লুটপাট ও ভাঙচুরের অভিযোগে উপজেলা ছাত্রদল নেতা নাফিস ইমতিয়াজকে ষড়যন্ত্রমূলকভাবে তার নাম ঢুকিয়ে দেওয়া হয়। পরবর্তীতে নাফিসসহ মামলার অন্যান্য আসামিদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ ব্যাপারে কুলাউড়া উপজেলা ছাত্রদল নেতা নাফিস ইমতিয়াজ মুঠোফোনে সাংবাদিকদের জানান, আমি এদিন ঘটনাস্থলে ছিলামই না। একটি পক্ষ ষড়যন্ত্রমূলকভাবে আমাকে মামলায় ঢুকিয়ে দিয়েছে। তিনি আরও জানান, আমার বাবাও বিএনপির রাজনীতির সাথে জড়িত। আমার পরিবারকে পুলিশ দিয়ে হেনস্তা করবে- এই মর্মে আমাকে এই মামলায় ঢুকানো হয়েছে। আমি সম্পূর্ণ নির্দোষ, বর্তমানে আমি লন্ডনে আছি। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ জানান, নির্বাচনকে সামনে রেখে সরকারের পক্ষ থেকে রদবদলের কারণে আমি থানায় নতুন এসেছি। বিষয়টি আমার জানা নেই। তিনি আরও জানান, কারও বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে পুলিশ তাকে অবশ্যই গ্রেপ্তার করবে।