• ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা রজব, ১৪৪৬ হিজরি

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৪
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেটে পৃথক অভিযানে ভারতীয় শাড়ি ও বাংলাদেশী রসুনসহ ১ কোটি ৬২ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

 

সোমবার ও মঙ্গলবার (২১ ও ২২ অক্টোবর)

সিলেট এবং সুনামগঞ্জ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

৪৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) জানান- তাদের পৃথক টিম সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় সোম ও মঙ্গলবার অভিযান চালিয়ে ৭০২ পিস ভারতীয় শাড়ি, ১ হাজার ৭৪ পিস সানগ্লাস, ৬২৯ মিটার মকমল থানকাপড়, ৩৮৭ বোতল অলিভ অয়েল, ২ হাজার ৪১১ পিস সাবান, ১ টাটা ট্রাক, ১৬ বোতল মদ, ৪টি বিয়ার, ১ হাজার ১৮৫ কেজি বাংলাদেশী রসুন ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী ২১টি নৌকাসহ বিভিন্ন ভারতীয় চোরাই পণ্য জব্দ করে। এসবের আনুমানিক মূল্য ১ কোটি ৬২লাখ ৯২ হাজার ৫৭০ টাকা।