• ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ছাত্রলীগ নেতা আরিফের বাড়িতে হামলা ও ভাংচুর : আহত ৩ (ভিডিওসহ)

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২৪
ছাত্রলীগ নেতা আরিফের বাড়িতে হামলা ও ভাংচুর : আহত ৩ (ভিডিওসহ)

স্টাফ রিপোর্টার : সিলেট মহানগর ছাত্রলীগের সদস্য ও ৮ নং মোগলাবাজার ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আরিফ আহমদের বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা আরিফকে না পেয়ে তার বাবা মো. মাজ উদ্দিন, মা রিপা সুলতানা ও বোন তামান্না বেগমকে পিটিয়ে আহত করে।  গতকাল ১৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪ টায় দক্ষিণ সুরমার রেঙ্গা হাজিগঞ্জ ধরমপুর গ্রামের আরিফের বসতবাড়িতে এ ঘটনা ঘটে।  বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ছাত্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরপরই আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে বিরোধী দল বিএনপি, যুবদল, ছাত্রদল ও জামায়াত শিবিরের নেতাকর্মীরা আক্রোশের বশবর্তী হয়ে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটায়। এরই ধারাবাহিকতায় হামলাকারীরা আরিফকে বাড়িতে না পেয়ে তার বাবা মা ও বোনকে পিটিয়ে আহত করার পাশাপাশি আরিফের বসতঘরে লুটপাট চালিয়ে নগদ টাকাসহ বিভিন্ন মুল্যবান জিনিষপত্র লুট করে নিয়ে যাওয়ার সময় ভাংচুর চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করে।  আরিফের পরিবারের সদস্যরা আহত অবস্থায় দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিয়ে প্রাণ বাচাঁতে আত্মগোপনে চলে যান বলে স্থানীয়রা জানান।