• ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সবুজবাগে শিবির নেতার বাড়িতে হামলা ও ভাংচুর

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২২
সবুজবাগে শিবির নেতার বাড়িতে হামলা ও ভাংচুর

দরজা-জানালা ভাংচুরের ছবি।


নিজস্ব প্রতিনিধি : গতকাল ২ জানুয়ারী রবিবার নগরীর ২৪নং ওয়ার্ড শিবিরের সাবেক সভাপতি মোয়াজুল করিম মাহদির বাড়ীতে দুস্কৃতিকারীরা হামলা ও ভাংচুর চালায়। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল রাত অনুমান ১:০০ ঘটিকার সময় স্থানীয় ছাত্রলীগের কতিপয় দুস্কৃতিকারীরা নগরীর সবুজবাগ আবাসিক এলাকায় অবস্থিত শিবির নেতা মোয়াজুল করিম মাহদির বাড়িতে প্রবেশ করে তাহাকে দেশদ্রোহী অভিহিত করে গালিগালাজ করে ও খোজতে থাকে। এসময় পরিবারের লোকজন বাধা দিলে দুস্কৃতিকারীরা তাহাদেরকে মারধর করে এবং ঘরের দরজা-জানালাসহ আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করে যাওয়ার সময় মোয়াজুল করিম মাহদিকে তাহাদের কাছে তুলে না দিলে পরবর্তীতে পরিবারের সবাইকে প্রাণে হত্যা করবে বলেও হুমকি প্রদান করে। জানা যায়, মোয়াজুল করিম মাহদি সবুজবাগ আবাসিক এলাকার ৭/২নং বাসার মোঃ আব্দুল করিমের ছেলে। মোয়াজুল করিম মাহদি বর্তমানে প্রবাসে অবস্থান করছেন।

উল্লেখ্য যে, মোয়াজুল করিম মাহদি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের একজন সক্রিয় নেতা ছিলেন। সরকার বিরোধী রাজনীতির সাথে জড়িত থাকার কারনে তিনি বিভিন্ন সময় প্রতিহিংসা শিকার হন। যার ফলে তিনি নিজ মাতৃভুমি ত্যাগ করে প্রবাসে চলে যান। মোয়াজুল করিম মাহদির বাড়ীর লোকজনের সাথে আলাপকালে তাহারা দাবী করেন, মোয়াজুল করিম মাহদি ক্ষমতাসীন আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের স্থানীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে জনমত গঠন, বিভিন্ন প্রোগ্রামাদি ও সমাবেশ করার কারনেই বর্তমান ক্ষমতাসীন আওয়ামীলীগের ছাত্রলীগের সন্ত্রাসীরাই তাহার ছেলেকে প্রাণে হত্যা করার জন্য বেশ কিছুদিন যাবত খোঁজতেছে। কিন্তু তাহাকে না পাওয়ায় সন্ত্রাসীরা বাড়ীতে এসে হামলা করে। তাহারা এ ঘটনার সুষ্টু বিচার দাবী করেন। স্থানীয় সূত্রে জানা যায়, মোয়াজুল করিম মাহদি জামায়াত-শিবিরের রাজনীতির সাথে জড়িত থাকার কারনেই বাংলাদেশ আওয়ামীলীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের কতিপয় স্থানীয় সন্ত্রাসীরা তাহার বাড়িতে হামলা চালায়। এ ব্যাপারে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে যোগাযোগ করার জন্য বারংবার চেষ্টা করেও আমাদের প্রতিনিধি ব্যর্থ হন।