মো. নাছির উদ্দিন, প্যারিস থেকে :
বাংলাদেশে চলা বাংলা বসন্তের ঢেউ আছড়ে পড়েছে প্যারিসেও। এখানকার রিপাবলিকা নামক স্থানে প্রবাসী বাংলাদেশিদের বিশাল সমাবেশ হয়েছে। আনন্দ-উৎসবে মেতেছেন তারা। পূর্বঘোষিত প্রতিবাদ সমাবেশ উৎসব আমেজে রূপ নেয়। সকালে বাংলাদেশে ইন্টারনেট ব্যবস্থা বন্ধ থাকায় আশঙ্কায় ছিলেন প্রবাসীরা। পরে যখন খবর পাওয়া গেল শেখ হাসিনা দেশ ছেড়েছেন তখন উল্লাসে ফেটে পড়েন প্রবাসীরা।
ফ্রান্সে বাংলাদেশি প্রবাসীর সংখ্যা প্রায় এক লাখ। লা কর্নোভেতে বাস করেন প্রায় হাজারদশেক। উচ্চশিক্ষা নিতে প্যারিসে আসা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ইসতিয়াক মানিক বলেন, দেশে বৃদ্ধ বাবা-মা। সহিংসতার মধ্যে ইন্টারনেট বন্ধ থাকায় যোগাযোগহীন ছিলাম। প্রবাসীরা ছাড়া এই কষ্ট অন্য সবার বোঝার নয়। উৎকণ্ঠা পেরিয়ে দেশে এখন স্বস্তির আবহ। যে সরকার দায়িত্বে আসুক আমাদের একটাই চাওয়া আর কোনো রক্তপাত, সহিংসতা যেন না হয়।
মৌলভীবাজারের আব্দুল হক উচ্ছ্বসিত। তার কথা, ‘মনে প্রশান্তি। দেশে অস্থিরতা থেমেছে। আমরা বিদেশের মাটিতে অনেক কষ্ট করি শুধু একটাই কারণে দেশ ও পরিবার যেন ভালো থাকে। দেশ এখন স্থিতিশীল। আমাদের মনে স্বস্তি-অনেকটা ঈদ আনন্দ লাগছে।
প্রবাসীদের অনেকে খুশিতে মিষ্টি বিতরণ করেছেন নিজেদের মধ্যে। তাদেরই একজন সিলেটের ঢাকা দক্ষিণের মনসুর আহমদ। তিনি বলেন, ‘সাধারণ জনগণ বেশ কিছুদিন ধরেই আন্দোলনের মধ্যে ছিল। অনেক প্রাণহানির ঘটনা ঘটেছে। আমার বউ-বাচ্চা বাংলাদেশে ছুটি কাটাতে গেছে। তারাও রাজপথে আন্দোলনে যোগ দিয়েছিল। বর্তমান সরকার পদত্যাগ করায় সাধারণ মানুষের আন্দোলন ও ইচ্ছার প্রতিফলন ঘটেছে। দেশের মানুষ স্বস্তি ফিরে পেয়েছেন। এতেই খুশি লাগছে।