স্টাফ রিপোর্টার: দৈনিক সিলেট সুরমার স্টাফ রিপোর্টার ও সিলেট প্রেসক্লাব সদস্য মো. নাছির উদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার (২৫/০১/২০২৪ ইং) সিলেটের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোসতাইন বিল্লাহ’র আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। নাছিরের বিরুদ্ধে চলমান একটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি হলো। ২০২২ সালের ১৫ ডিসেম্বর গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ গোলাপগঞ্জ থানায় তার বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহীন উদ্দিন সাংবাদিক নাছির উদ্দিনকে অভিযুক্ত করে গতকাল বৃহস্পতিবার আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত চার্জশিট আমলে নিয়ে আসামী পলাতক থাকায় তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেছেন বলে আদালত সূত্রে জানা গেছে। মামলায় সাংবাদিক নাছিরের বিরুদ্ধে ১৭/০৩/২০২২ ইং থেকে ১১/১০/২০২২ ইং এরমধ্যে বিভিন্ন তারিখে ও বিভিন্ন সময়ে গোলাপগঞ্জ থানাধীন বিভিন্ন স্থানে স্থানীয় সামাজিক সংগঠনের মাধ্যমে গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে কুরুচিপূর্ণ গুজব সৃষ্টি করে সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টি এবং গণমাধ্যমে মানহানিকর ভুয়া রিপোর্ট প্রকাশের অভিযোগ আনা হয়েছিল।