স্টাফ রিপোর্টার: দৈনিক সিলেট সুরমার স্টাফ রিপোর্টার ও সিলেট প্রেসক্লাবের সদস্য মো. নাছির উদ্দিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৫/১২/২০২২ইং) গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ গোলাপগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন। থানার ওসি মো. হারুনুর রশীদ চৌধুরী মামলার সত্যতা নিশ্চিত করেছেন। মামলায় সাংবাদিক নাছিরের বিরুদ্ধে ১৭/০৩/২০২২ ইং থেকে ১১/১০/২০২২ ইং এরমধ্যে বিভিন্ন তারিখে ও বিভিন্ন সময়ে গোলাপগঞ্জ থানাধীন বিভিন্ন স্থানে স্থানীয় সামাজিক সংগঠনের মাধ্যমে গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে কুরুচিপূর্ণ গুজব সৃষ্টি করে সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টি এবং গণমাধ্যমে মানহানিকর ভুয়া রিপোর্ট প্রকাশের অভিযোগ আনা হয়েছে। মামলার এজহারে ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ উল্লেখ করেছেন “আসামী সাংবাদিক পরিচয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছেন। আসামী মো. নাছির উদ্দিন বিভিন্ন স্থানে আমার বিরুদ্ধে আপত্তি জনক, অসম্মান সূচক, কুরুচিপূর্ণ, অশ্লীল, মানহানীকর কথাবার্তা বলেছেন এবং গণমাধ্যমে প্রকাশ ও প্রচার করিয়াছেন। ইহাতে আমার প্রায় ১শ কোটি টাকার মানহানি হয়েছে। আমি দারুন ভাবে মনোকষ্ট নিয়া অসম্মানিত বোধ করছি। আমিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আসামী মো. নাছির উদ্দিনকে এহেন অন্যায়, বেআইনী মানহানীকর, অসম্মান জনক, প্রচার ও প্রকাশ হইতে বিরত থাকার অনুরোধ করলেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন। আমি একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসেবে আমার মানহানির ক্ষতিপূরণ এবং আসামী মো. নাছির উদ্দিনের এহেন অন্যায় ও মারাত্মক অপরাধের সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থার জন্য অত্র এজাহার দায়ের করিলাম। স্বাক্ষী প্রমাণে ঘটনা প্রমানিত হইবে।” নিন্দা: এদিকে দৈনিক সিলেট সুরমার স্টাফ রিপোর্টার নাছিরের বিরুদ্ধে মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পত্রিকার সম্পাদক ডা. নাজমুল ইসলাম। এক প্রতিবাদ লিপিতে তিনি বলেন সাংবাদিক নাছির একজন সৎ, কর্মনিষ্ঠ এবং উদীয়মান সংবাদ কর্মী। তিনি তার রিপোর্টের মাধ্যমে মাধক, জুয়াসহ নানান অসংগতি তুলে ধরেন। এই মামলার বাদির বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ আছে। নাছিরের একটি রিপোর্টের সূত্র ধরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি মামলায় বাদি মনসুর আহমদ কারাগার থেকে জামিনে বাইরে আছেন। নাছিরের প্রতি এই আক্রোশ থেকেই তিনি এই মামলা দায়ের করেছেন বলে আমরা মনে করি। তাই আমার এই মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে মামলা প্রত্যাহরের দাবি জানাচ্ছি। এদিকে সিলেট প্রেসক্লাব সদস্য ও দৈনিক সিলেট সুরমার স্টাফ রিপোর্টার মো. নাছির উদ্দিনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেণু। তারা অবিলম্বে এই মামলা প্রত্যারের দাবি জানান।