• ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলেট সকলের জন্য শান্তিপূর্ণভাবে বসবাসের আদর্শ স্থান: সিসিক মেয়র

sylhetsurma.com
প্রকাশিত জুলাই ১৬, ২০২৪
সিলেট সকলের জন্য শান্তিপূর্ণভাবে বসবাসের আদর্শ স্থান: সিসিক মেয়র

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, ‘সিলেটের সকল নাগরিকের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গ্রিন সিটি, ক্লিন সিটি ও স্মার্ট সিটি গড়ার মহাকর্মযজ্ঞ চলছে। সিলেট সিটির সকল বাসিন্দা যার শতভাগ সুফল শিগগিরই পাবেন।’

জগন্নাথদেব, বলদেব ও সুভদ্রা মহারাণীর রথযাত্রা মহোৎসবে সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে মেয়র বলেছেন, ‘আমাদের পুণ্যভূমি সিলেট সকল নাগরিকের জন্য শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য একটি আদর্শ স্থান। সিলেটের অতীত ঐতিহ্য বজায় রেখে আমরা সবাই অতীতের মতো আগামীতেও মিলেমিশে থাকবো।’

জগন্নাথদেব, বলদেব ও সুভদ্রা মহারাণীর রথযাত্রা মহোৎসব-২০২৪ উপলক্ষে গতকাল সোমবার (১৫ জুলাই) বেলা সোয়া ৩টায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) যুগলটিলা সিলেটের উদ্যোগে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিসিক মেয়র আরও বলেন, ‘ইসকন সিলেট সনাতন ধর্মচর্চার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কাজও করছে। এসকল কাজে সিলেট সিটি কর্পোরেশন অতীতের ন্যায় ইসকর সিলেটের পাশে আছে, আগামীতেও থাকবে।’

আলোচনাসভায় সভাপতিত্ব করেন- আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তিঅদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ।

দেবামৃত নিতাই দাস ব্রহ্মচারীর পরিচালনায় আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালিক, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের কাউন্সিলর জগদীশ চন্দ্র দাস, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, ৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ, সিলেট সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ডের কাউন্সিলর অ্যাডভোকেট আব্দুর রকিব বাবলু, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন বক্স সালাই, সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ তোফায়েল আহমদ সেপুল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি রজত কান্তি গুপ্ত ও সাধারণ সম্পাদক চন্দন দাস, সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বদরুল ইসলাম (বদরু), ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব হাজারী, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) যুগলটিলা সিলেটের সাধারণ সম্পাদক ভাগবত করুণা দাস ব্রহ্মচারী, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) যুগলটিলা সিলেটের যোগাযোগ বিভাগের পরিচালক সিদ্ধ মাধব দাস, তরুণ সমাজসেবক কাজী আরিফ।

আলোচনাসভা শেষে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা যুগলটিলা মন্দির থেকে শুরু হয়ে সিলেট নগর প্রদক্ষিণ করে।