সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা সীমান্তে ‘গুলিতে নিহত’ দুই বাংলাদেশির লাশ হন্তান্তর করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের পর মরদেহ হন্তান্তর করা হয় বলে জানান কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ।
নিহতরা হলেন- উপজেলার কালাইরাগের প্রয়াত ফজর আলীর ছেলে আলী হোসেন (৩০) এবং একই এলাকার প্রয়াত সুন্দর আলীর ছেলে কাওসার আহমদ (২৫)।
রোববার বিকালে সীমান্ত এলাকায় দুজনের মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ ও বিজিবিকে জানানো হয়।
উত্তর রণিখাই ইউপির চেয়ারম্যান মো. ফয়জুর রহমান বলেন, তারা মাঝে মধ্যে লাকড়ি ও কাঁঠাল আনতে ওপারে যেতেন। রোববারও কয়েকজন মিলে গিয়েছিলেন। দুজন নিহত হয়েছেন।
“সন্ধ্যার দিকে লাশ হস্তান্তর করা হয়েছে”, বলেন ইউপি চেয়ারম্যান।