• ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ছাত্রদল নেতা মিনহাজুর রহমান মাহির বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা জারী

sylhetsurma.com
প্রকাশিত জুলাই ৩১, ২০২৩
ছাত্রদল নেতা মিনহাজুর রহমান মাহির বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা জারী

দক্ষিণ সুরমা প্রতিনিধি
ছাত্রদল নেতা মিনহাজুর রহমান মাহির বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা জারী করেছেন আদালত।  গতকাল ৩০ জুলাই রবিবার সিলেটের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এক আদেশে এই গ্রেফতারী পরওয়ানা জারী করেন। পলাতক মিনহাজুর রহমান মাহি দক্ষিণ সুরমার পশ্চিমভাগ গ্রামের হাজী ফয়জুর রহমানের পুত্র। তার বিরুদ্ধে সিলেট কতোয়ালী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। মামলা নং- ৩১, তারিখ ২০/০৬/২০২৩ইং। এদিকে পুলিশ আদালতের নির্দেশে মিনহাজুর রহমান মাহিকে গ্রেফতারের জন্য তার বাড়িতে অভিযান চালিয়েও তাকে গ্রেফতার করতে পারেনি। উল্লেখ্য ২০২৩ ইং সালের ২০ জুন দুপুরে সিলেট নগরীর জেল রোড এলাকায় বিএনপি ছাত্রদল ও যুবদলের নেতৃত্বে সরকার বিরোধী মিছিলে পুলিশ বাধাঁ দিলে মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপসহ সরকারী গাড়ি ভাংচুর ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলে তিন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় কতোয়ালী থানা পুলিশ বাদী হয়ে ছাত্রদল নেতা মিনহাজুর রহমান মাহিসহ ৫৩ জনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে সরকারী কাজে বাধাঁ দানসহ বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করে।