• ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে ছাত্রদলের মিছিল সমাবেশ

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ২, ২০২২
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে ছাত্রদলের মিছিল সমাবেশ

স্টাফ রিপোার্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ও দেশের ৩ বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সিলেট নগরীর ঐত্যিহাসিক রেজিষ্টারী মাঠ থেকে মিছিলটি বের হয়ে সিলেটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এলিন শেখ-এর সভাপতিত্বে এবং সিলেট জেলা ছাত্রদল নেতা সোহাগ তালুকদার ও মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আকিরুল ইসলাম চৌধুরী জিসান এর যৌথ পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক, ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন চেয়ারম্যান আহমদ জিলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রজব আহমদ, সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল হক সলিড, যুক্তরাজ্য বিএনপি নেতা আলী আকবর টিটু, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের সাবেক গণ-সংযোগ বিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য এনামুল হক, ২৪ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক আহবায়ক ফরহাদ আহমদ।
র‌্যালী ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম অপু,সাবেক জেলা ছাত্রদল সদস্য নবিবুর রহমান মুহিব,সাহেদ আহমদ সাদ্দাম,জেলা ছাত্রদলের সাবেক সদস্য আবুল কালাম,জেলা ছাত্রদল সহসাধারণ সম্পাদক মোঃ আলী আব্বাস তালুকদার, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব-উজ-জামান, জেলা ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান তালুকদার, জেলা ছাত্রদল নেতা আবজল আহমদ চৌধুরী,মৌলভীবাজার জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত খান ময়নুল, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য রকি চৌধুরী, এমরান আহমদ, শিহাব হোসেন এলিন্স,জেলা ছাত্রদল সহসাধারণ সম্পাদক শিমন আহমেদ চৌধুরী, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য আরিফুর রহমান,গাজী মুক্তার হোসেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রিমন হাসান রিমু, বদরুল আহমদ, জেলা ছাত্রদল প্রচার সম্পাদক মাহফুজ আহমদ,জেলা ছাত্রদল নেতা সোহাগ তালুকদার, বাহার আহমদ, মারুফ আহমদ অনিক, দেলোয়ার হোসেন, জেলা ছাত্রদল সহ-সাংগঠনিক শাহরিয়ার হোসেন চৌধুরী, জুম্মান আহমদ, জেলা ছাত্রদল সহ-সাংগঠনিক সম্পাদক রেদোয়ান আহমদ, সুবেল আহমদ, রুবেল আহমদ, জিতু আহমদ, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ একরামুল হক তালুকদার, মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ফাহাদ মোঃ রাসেল, ২৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা হাবিব ইবনে মুক্তা, ২৪ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ন-আহব্বায়ক শামিম আহমেদ সানি, জেলা ছাত্রদলের সাবেক সদস্য জালাল মীর, ঈয়ামিন খান, ২৪ ওয়ার্ড ছাত্রদলের সদস্য শাহিন আহমেদ, শাহরিয়ার হোসেন সাব্বাব, সুজন আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াদ আহমদ হৃদয়, সামিদ আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদল নেতা খালেদ আহমেদ রাজ, মোঃ-মিন্টু আহমদ, দক্ষিণ সুরমা যুবদল নেতা সুবেল আহমদ, অপু আহমদ, কাশেম আহমেদ, সুমন আহমদ, মোঃ- আজমল আহমদ, ২৪ নং ওয়ার্ড ছাত্রদল নেতা সুমন আহমদ, মোঃ- মামুন, মোঃ-জাকির আহমদ, স্বপন, জুবায়ের, ২৪ নং ওয়ার্ড সেচ্ছাসেবকদল নেতা হৃদয়, শুভ, অনিক, ইব্রাহিম, সুমন, রণি, নজরুল, বিজয়, এরশাদ, জুভরাজ, জহির, মুদাক্কাবির, সাইফুল, নাঈম, রুখেল, আশরাফ ১৬ নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক কনক কান্তি দাশ ৪ নং পৈল ইইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, কানাইঘাট সরকারি কলেজ যুগ্ম আহবায়ক সুলতান রাজা, শাহার আলম, জিল্লুর রহমান, নাইম উদ্দিন, কামরুল ইসলাম, জীবন আহমেদ, মানিক, ইমরান, হুসাইন আহমেদ, সুলতান আহমেদ, নাবিল আহমেদ, মারজান, আব্দুল্লাহ, এনামুল হক, জবরুল, মাসুম, ইয়াহিয়া, শিমুল প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশে এখন একদলীয় স্বৈরশাসন চলছে। বিগত ২০১৪ সালের ভোটারবিহীন নির্বাচনের নাটক সাজিয়ে ক্ষমতায় টিকে আছে বাকশালীরা। তারা আবারো একই রকমের নির্বাচনের স্বপ্ন দেখছে। তাদের এ স্বপ্নকে ধুলোয় মিশিয়ে দিবে দেশের জাতীয়তাবাদী শক্তি। দেশের আপামর জনসাধারণকে নিয়ে বৃহত্তর আন্দোলন করে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে। একই সাথে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে।
সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বলেন, এভারকেয়ার হসপিটালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাকে তিলে তিলে হত্যা করার জন্যই সাজানো পাতানো মামলায় সাজা দিয়ে নির্জন পরিত্যক্ত কারাগারে পাঠানো হয়েছিল। জামিন পাওয়া তার অধিকার, কিন্ত বিচারপতিদের মাধ্যমে বারবার তার জামিন বাধাগ্রস্থ করা হয়েছে। আওয়ামী লীগের পাতি নেতাদের কাছেও কোটি হাজার কোটি টাকা পাওয়া যায়। অথচ মাত্র দুই কোটি টাকার কথা তুলে শেখ হাসিনা খোঁটা দেন। শেখ হাসিনাকে দুর্নীতির মাফিয়াদের গডমাদার আখ্যায়িত করে মোঃ জাহাঙ্গীর আলম বলেন, দুর্নীতির মহাসমুদ্রে দাঁড়িয়ে আপনার মুখে এসব কথা মানায় না। তিনি আরও বলেন, ‘আমরা নতুন করে আপনাদের জানিয়ে দিতে চাই, ছাত্রদলকে নিয়ে আমরা রাজপথে আছি, রাজপথে থাকব; জনগণকে নিয়ে যতক্ষণ পর্যন্ত না আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনব।’
বক্তারা আরও বলেন, দেশের মানুষকে সম্পৃক্ত করে এই একদলীয় সরকারকে বর্জন করেছি। বুলেটের শক্তিতে নয়, পুলিশের ব্যাটনের শক্তিতে নয়, কোনো টিয়ার গ্যাসের শক্তিতে নয়, কোনো সাউন্ড গ্রেনেডের শক্তিতে শক্তিশালী হয়ে নয়; আমরা জনগণের শক্তিতে শক্তিশালী হয়ে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনব, ইনশাআল্লাহ। নতুন বছরে এটাই আমাদের প্রত্যাশা।’