• ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নিরাপত্তা চেয়ে জালাবাদ থানায় জিডি, সিলেট শহরতলির কুমারগাঁওয়ে বাসা দখলের উদ্দেশ্যে অঘোষিত চাঁদা দাবি

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ৬, ২০১৮
নিরাপত্তা চেয়ে জালাবাদ থানায় জিডি, সিলেট শহরতলির কুমারগাঁওয়ে বাসা দখলের উদ্দেশ্যে অঘোষিত চাঁদা দাবি

স্টাফ রিপোর্টার :  সিলেট শহরতলির কুমারগাঁওস্থ শেখপাড়ায় মূল্যবান একটি বাসা জবর দখলের উদ্দেশ্যে সরকার দলীয় কতিপয় সন্ত্রাসী বাসার মালিক মোঃ গোলাম ছোবহান ও তার পরিবারের নিকট মোটা অংকের চাঁদা দাবি করেছে। চাঁদা না দিলে সন্ত্রাসীরা প্রাণে হত্যার ভয়-ভীতি দেখিয়ে কীভাবে চাঁদা আদায় করতে তা তাদের জানা আছে মর্মে ভ‚মি মালিক মোঃ গোলাম ছোবহান ও তার পুত্রকে শাসায়। বাসার মালিক হলেন বিশ্বনাথ উপজেলাধীন মীর্জারগাঁও গ্রামের মোঃ গোলাম ছোবহান। এ ব্যাপারে তার পুত্র মোঃ আবুল হাসনাত সানী তাদের জানমালের নিরাপত্তা চেয়ে জালালাবাদ থানায় একটি জিডি এন্ট্রি দায়ের করেছেন।
বিভিন্ন সূত্রে জানা গেছে, স্থানীয় কাউন্সিলার ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিধান কুমার সাহার লালিত-পালিত সন্ত্রাসীরা দীর্ধদিন যাবৎ উক্ত বাসার ভাড়াটিয়াদের বাসা ছেড়ে চলে যেতে বিভিন্নভাবে হয়রানি করে যাচ্ছে। গত ৫ নভেম্বর মালিক পক্ষ প্রতি মাসের ন্যায় ভাড়া আদায়ের নিমিত্তে উক্ত বাসায় এলে সন্ত্রাসীরা তাদের পিছু নেয়। এক পর্যায়ে বাসার মালিকপক্ষের নিকট মোটা অংকের চাঁদা দাবি করলে বাসার মালিক চাঁদা দিতে অস্বীকৃতি জানান। এতে সন্ত্রাসীরা খুবই ক্ষিপ্ত হয় এবং কীভাবে চাঁদা আদায় করতে হয়, তাহা তাদের জানা আছে বলে বাসার মালিক ও তার পুত্রকে শাসিয়ে যায়।