• ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

বিশ্বনাথে মাদক ব্যবসায়ী তুহিন গ্রেপ্তার

sylhetsurma.com
প্রকাশিত জুন ১৩, ২০২৪
বিশ্বনাথে মাদক ব্যবসায়ী তুহিন গ্রেপ্তার

সিলেটের বিশ্বনাথে আবুল বাশার তুহিন (৪৫) নামের এক আলোচিত মাদক সম্রাটকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে পৌর শহরের দূর্যাকাপন গ্রামের মৃত আলী হায়দারের ছেলে।

বুধবার (১২জুন) দুপর ১টায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিশ্বনাথসহ সিলেট জেলার বিভিন্ন থানায় ৫টি মাদক মামলাসহ মোট ৬টি মামলা চলমান রয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া তুহিন ও তার স্ত্রী ছমিরুন বেগম ছরি (৪০) আলোচিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকায় বিশ^নাথসহ বৃহত্তর সিলেটে বিশাল একটি নেটওয়ার্ক গড়ে তুলেছে। ইতিমধ্যে তারা দু’জনই মাদকসহ একাধিকবার গ্রেপ্তারও হয়েছে। তুহিন গ্রেপ্তারের পর থেকে এলাকার বাসিন্দারা আনন্দ উল্লাস করছেন।

বিশ^নাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) রমাপ্রসাদ চক্রবর্তী বলেন, দক্ষিণ সুরমা থানার জিআর ১১৮/১৭ মূলে তুহিনকে গ্রেপ্তার করা হয়েছে। আর গ্রেপ্তারের পর ওইদিন (বুধবার) বিকেলেই তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।