• ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সাংবাদিক সুফিয়ানের উপর গ্রেফতারী পরোয়ানা জারি

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ১৪, ২০২৪
সাংবাদিক সুফিয়ানের উপর গ্রেফতারী পরোয়ানা জারি

স্টাফ রিপোর্টার : সাংবাদিক সুফিয়ান আহমদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। গত ১৩ মার্চ (বুধবার) সিলেটের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবদুল মোমেন এই গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
উল্লেখ্য, গত ২০২২ সালের ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে সরকার দলীয় আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের বিবদমান দু’টি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এই ঘটনায় ওই দিন রাতে কোতোয়ালী থানার উপপরির্শক এস.আই) জাকির হোসেন বাদী হয়ে পুলিশের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ এনে কোতোয়ালী থানায় পুলিশ এসল্ট মামলা দায়ের করেন। এই মামলায় দৈনিক শ্যামল সিলেট পত্রিকার স্টাফ রিপোর্টার সুফিয়ান আহমদকে ১নং আসামী, সাংবাদিক মাহমুদ হোসেনকে ২নং আসামী, সাংবাদিক এটিএ তুরাব ও আতিকুর রহমান, ছাত্রলীগের তেলিহাওর গ্রুপের নেতা জাওয়াদ খান, খালেদুর রহমান, আজাদ জিসান, আম্বরখানা গ্রুপের নেতা কানন ইসলাম, ফেরদৌস হাসান রাসেল, আলী আব্বাসসহ ২০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর ফটো সাংবাদিক মাহমুদসহ ৫জনকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে সাংবাদিক মাহমুদসহ মামলার অন্যান্য আসামীরা জামিনে রয়েছেন।
এদিকে, গত ৫ ডিসেম্বর উক্ত মামলার ১নং আসামী সাংবাদিক সুফিয়ান আহমদকে পলাতক দেখিয়ে আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ। প্রতিবেদন দাখিলের পর আদালত গত ১৭ই জানুয়ারী অভিযুক্তকে ১৩ মার্চের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। কিন্তু এই মামলার অন্যান্য অভিযুক্ত আসামীরা নির্ধারিত তারিখের মধ্যে আদালতে হাজির হলেও মামলার ১নং আসামী সুফিয়ান আহমদ আদালতে হাজির হন নি। তিনি এই মামলা প্রক্রিয়ার শুরু থেকেই পলাতক রয়েছেন। যার প্রেক্ষিতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।