• ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিঙ্গাপুরে আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও চীন

sylhetsurma.com
প্রকাশিত জুন ১, ২০২৪
সিঙ্গাপুরে আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও চীন

ডেস্ক : মার্কিন ও চীনা প্রতিরক্ষা প্রধানরা শুক্রবার সিঙ্গাপুরে সরাসরি আলোচনা শুরু করেছেন। প্রতিদ্বন্দ্বী এই দুই দেশের মধ্যে বিরোধ নিয়ন্ত্রণের বাইরে যাওয়া রোধ করার লক্ষ্য নিয়ে এক্ষেত্রে আরো সামরিক আলোচনার আশা করা হচ্ছে। তাদের মধ্যে এই ধরনের আলোচনা বিরল। খবর এএফপি’র।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রধান লয়েড অস্টিন এবং চীনের ডং জুনের মধ্যে বৈঠকটি দুপুর ১টার স্বল্প সময় আগে শাংগ্রি-লা হোটেলে শুরু হয়। একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা ফোরাম এই আলোচনার আয়েজন করে। বিগত ১৮ মাসের মধ্যে এই দুই দেশের মধ্যে এটি ছিল প্রথম সরাসরি আলোচনা।