সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৫ সন্তানের জননী ষাটোর্ধ শামীমা নাসরিন নামে এক মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউরা মার্কেট সংলগ্ন পশ্চিম কলাউরা গ্রামে এ ঘটনাটি ঘটে।
তিনি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউরা মার্কেট সংলগ্ন পশ্চিম কলাউরা গ্রামের আলফত মুহরি’র স্ত্রী।
নিহতের পরিবার জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে নিজ শয়নকক্ষে শুতে যান বৃদ্ধা শামীমা নাসরিন। বৃদ্ধ স্বামীকে ঘুমন্ত অবস্থায় রেখে রাতের কোনো এক সময়ে বসতঘরের একটি ফাঁকা কক্ষে ফ্যান টানানোর রডের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন ওই বৃদ্ধা। পরদিন শুক্রবার সকালে তাকে শয়নকক্ষে দেখতে না পেয়ে এদিক সেদিক খোঁজাখুঁজির পর সকাল অনুমান ৯টার দিকে পাশের কক্ষে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান পরিবারের লোকজন। পরে খবর পেয়ে পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আত্মহত্যার সঠিক কারণ জানা না গেলেও দীর্ঘদিন যাবত ওই অশীতিপর বৃদ্ধা শামীমা নাসরিন মানসিক রোগে ভুগছিলেন বলে তার পারিবারের লোকজনসহ স্থানীয়রা জানান। এছাড়া প্রায়ই তিনি যথাতথা চলে যেতেন বলেও তারা জানান।
দোয়ারাবাজার থানার এসআই সম্রাজ মিয়া লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।