• ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে রাজনৈতিক বিরোধের জের ছাত্রদল নেতা ফাহিমের বাড়িতে হামলা ভাঙচুর

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০২১
সিলেটে রাজনৈতিক বিরোধের জের ছাত্রদল নেতা ফাহিমের বাড়িতে হামলা ভাঙচুর

স্টাফ রিপোর্ট ::
রাজনৈতিক বিরোধের জেরে সিলেটে মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম আহমদের বাড়িতে হামলা-ভাঙচুর করেছে ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডাররা।   রবিবার গভীর রাতে সিলেট নগরীর শিবগঞ্জস্থ লাকড়িপারায় এই হামলা ও ভাঙচুর চালানো হয়। এ সময় হামলাকারীরা বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে।   এসময় হামলাকারী ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা পরিবারের লোকজনকে হুমকি, ধামকি প্রদর্শন করে ছাত্রদল নেতা ফাহিম আহমদকে ফেলে প্রাণে হত্যার হুমিক দেয় ।  ছাত্রদল নেতার পরিবার ও এলাকাবাসী জানান, ছাত্রলীগ ও যুবলীগের অন্তত শতাধিক কর্মী লাঠিসোটা নিয়ে গেট ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে। তবে ঘটনার সময় ফাহিম আহমদ বাড়িতে ছিলেন না। হামলাকারীরা ঘরে ঢুকে প্রতিটি কক্ষ ভাঙচুর করে। ঘরের ভেতরে থাকা টিভি, ফ্রিজ, এসি ভেঙে ফেলা হয়।এ ছাড়া আলমারিতে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা।   এ বিষয়ে ফাহিম আহমদ বলেন, আমার অপরাধ আমি বিরোধী দলের রাজনীতির সঙ্গে জড়িত। একটি স্বাধীন দেশে বিরোধী মতের রাজনীতি করা কি অপরাধ। তিনি আরো বলেন, হামলাকারী যুবলীগ ও ছাত্রলীগ ক্যাডারা আমার পরিবারের লোকজনকে হুমকি দিয়ে গেছে যাতে আমি আর রাজনীতি না করি।  তিনি বলেন, আমি দেশের গণতন্ত্রের ফিরিয়ে আনতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশে সিলেট মহানগর ছাত্রদলের উদ্যোগে বেশকিছু কর্মসূচি পালন করেছি। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগের লোকজন আমার বাড়িতে হামলা চালায়।এতে আমার অন্তত ৫ লাখ টাকার সম্পত্তি ক্ষয়ক্ষতি হয়েছে।  ফাহিম আহমদ বলেন, আমি পুলিশের গ্রেফাতার এড়াতে বাড়িতে থাকি না, সেটা জেনেও শুধু আমার পরিবারকে নির্যাতন করতে এই হামলা চালানো হয়েছে।   ঘটনা জানার পরপরই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে বলে মন্তব্য করেন সিলেট মহানগর পুলিশেরে শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, শিবগঞ্জে একটি বাড়িতে ভাঙচুরের খবর পেয়ে শাহপরাণ (রহ.) থানার একটি দল সেখানে গেছে। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। কারা এই হামলা চালিয়েছে, তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’