• ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৭শে রজব, ১৪৪৬ হিজরি

বজ্রপাতে কানাইঘাটে ওমান প্রবাসীর মৃত্যু

sylhetsurma.com
প্রকাশিত মে ৭, ২০২৪
বজ্রপাতে কানাইঘাটে ওমান প্রবাসীর মৃত্যু

কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাটে মাঠে গরু ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার ৩নং দীঘিরপার পূর্ব ইউনিয়নে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। বজ্রপাতে নিহত ব্যক্তি উপজেলার দর্পনগর পশ্চিম করচটি গ্রামের রফিকুল হকের পুত্র পুত্র ওমান প্রবাসী মোহাম্মদ মাহতাব উদ্দিন উরফে মাতাই।   স্থানীয়রা জানান, আজ সকাল সাড়ে ১১টার দিকে নিহত মাহতাব উদ্দিন সুরমা নদী তীরবর্তী মাঠে গরুর জন্য ঘাঁস কাটতে যান। একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।  বজ্রপাত নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী।  এর আগে গত সপ্তাহে বজ্রপাতে আরো ২ জনের মৃত্যু হয়েছে।