মৌলভীবাজার প্রতিনিধি
গত ১৬ জুন শুক্রবার মৌলভীবাজারে বিরোধ নিষ্পত্তিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় রুমান খান নামীয় একজন মারা যান। নিহত রুমান খান মৌলভীবাজার সদর থানাধীন ছিকরাইল গ্রামের মৌলানা আমির খানের ছেলে। এ ঘটনায় নিহতের পিতা মৌলানা আমির খান বাদী হয়ে গতকাল মৌলভীবাজার সদর থানায় ৩ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন (মৌলভীবাজার সদর থানা মামলা নং-১৮, তাং-১৭/০৬/২০২৩ইং)। মামলার আসামীরা হলেন, দশকাহনীয় গ্রামের মৃত দ্বীপ্তেন্দ্র কুমার গোপের ছেলে দিবাকর কুমার গোপ ও প্রভাকর কুমার গোপ এবং তাহাদের ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী রিপন গোপ।
মামলার বিবরণে জানা যায়, ছিকরাইল জামে মসজিদের সভাপতি মৌলানা আমির খানের সহিত দিবাকর কুমার গোপ ও প্রভাকর কুমার গোপের পূর্ব হইতে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়া বিরোধ চলিয়া আসিতেছে। উক্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে মৌলানা আমির খান তাহার ছেলে রুমান খানকে আসামীদের দোকানে পাঠান বিরোধ নিষ্পত্তির জন্য আলোচনা করতে। কিন্তু আলোচনার এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় আসামীদের দোকানের দোতলা হইতে রুমান খান ধাক্কা লেগে নীচে পার্শ্ববর্তী রড সিমেন্টের দোকানে রক্ষিত রডের উপর পড়ে যায় এবং তাহার পেটে একটি রড ঢুকে যায়। এছাড়া তিনি মাথায়ও মারাত্মকভাবে রক্তাক্ত আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি শান্ত হলে বাজারে থাকা লোকজন আহত রুমান খানকে উদ্ধার করে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়া গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার রুমান খান-কে মৃত ঘোষনা করেন। সরজমিনে ঘুরে এসে আমাদের প্রতিনিধি জানান, মামলা দায়েরের পর পুলিশ আসামীদেরকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রেখেছে।
এ ব্যাপারে মৌলভীবাজার থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা স্বীকার করে আমাদের প্রতিনিধিকে জানান, উক্ত ঘটনায় মামলা দায়ের হয়েছে। ঘটনার সাথে সম্পৃক্ত আসামীদেরকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি আশ্বস্ত করেন।