ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে দুর্গা পূজা চলাকালে একটি মন্দিরে মূর্তি ভাঙচুর ও সনাতন ধর্মালম্বীদের হুমকি-ধমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ছৈলা চকবিরাম গ্রামে দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে ছাতক উপজেলার ছৈলা চকবিরাম গ্রামের সনাতন ধর্মালম্বীদের দুর্গা মন্দিরে সপ্তমীর পূজা চলাকালে উপজেলার পলীরগাঁও গ্রামের মৃত মকছুর রহমানের ছেলে হেফাজত ইসলামের মৌলবাদী নেতা ফজলুর রহমানের নেতৃত্বে প্রায় ২০০ জন মুসলিম ব্যক্তিরা বিভিন্ন অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। এসময় তারা মন্দিরের মূর্তিগুলো ভাঙচুর করতে থাকে। এতে পূজায় আগত হিন্দু ধর্মালম্বী নারী-পুরুষ ও শিশুদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দিগি¦দিক ছোটাছুটি করতে থাকেন। এসময় ছাতক উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রচার সম্পাদক পিযুষ শর্ম্মাসহ হিন্দু ধর্মালম্বী আরও কয়েকজন বাঁধা প্রদান করলে হামলাকারীরা তাদের মারধর করে আহত করে। ফজলুর রহমানের নেতৃত্বে হামলাকারীরা মন্দিরে বেশ কিছুক্ষণ তান্ডব চালিয়ে চলে যায়। আহত পিযুষ শর্ম্মা বলেন, “যাওয়ার সময় হুমকি দিয়ে তারা বলেন, ‘এ দেশ মুসলমানদের। এ দেশে হিন্দুরা বাস করতে পারবে না। এ দেশে হিন্দুদের থাকার কোনো অধিকার নেই। থাকলে তাদের গণহত্যা করা হবে।” ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন বলেন, খবর পাওয়ামাত্র আমাদের পুলিশ টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আসামিদের ধরতে অভিযান চালাবো। আশা করি শীঘ্রই অভিযুক্তরা ধরা পড়বে।