• ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ফেসবুকে পোস্ট এর জেরে হত্যার হুমকি

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২৩
ফেসবুকে পোস্ট এর জেরে হত্যার হুমকি

সিলেট সুরমা ডেস্ক : মুসলমানদের ধর্মীয় অনুভুতিতে আঘাত দিয়েছেন বলে অভিযোগ করে নিশিত সরকার মিঠু এর পরিবারের সদস্যকে অজ্ঞাতপরিচয় ব্যাক্তিরা হুমকি দিয়েছে।  নিশিত সরকার বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন।  তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া পোস্ট এর কারনে ক্ষিপ্ত হয়ে বাংলাদেশের মৌলবাদীরা নিশিতের পরিবারের সদস্যের উপর হামলার চেষ্টা করে ও হুমকি দেয় এবং তাদেরকে দেশ ছেড়ে ভারতে চলে যেতে বলে, সাথে আরো অকথ্য ভাষায় গালিগালাজ করে। তারা বলে- নিশিত সরকার দেশে ফিরলে তার শিরোচ্ছেদ করা হবে। নিশিত নাকি ইসরাইল পন্থী। এ ঘটনার পর থেকে নিশিতের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। উনার পরিবার থানায় জিডি করবেন বলে জানান।  আমাদের রিপোর্টার তার ভাই নিলয় সরকার এর সাথে যোগাযোগ করে এবং তিনি জানান দীর্ঘদিন ধরে মানবাধিকার, সাম্প্রদায়িকতা ও মৌলোবাদ বিরোধী লেখালেখি করেন তার ভাই। সম্প্রতি, ইসরাইলে একটি কনসার্টে হামাসের হামলার পর ইউকে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের নিহত ইসরাইলিদের পাশে দাড়িয়ে দেয়া বক্তব্যের ভিডিও শেয়ার করেন নিশিত এবং এক স্ট্যাট্যাসে হামাসের হামলার নিন্দা জানান। গত কয়েক বছর ধরে বাংলাদেশে দুর্গাপুজাসহ বিভিন্ন সময়ে গুজব ছড়িয়ে শাল্লা, কুমিল্লার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমনের ঘটনা এবং সাম্প্রদায়িক হত্যাকাণ্ড গুলোর প্রতিবাদে সোশাল মিডিয়ায় ও বিভিন্ন প্রতিবাদ সমাবেশে সক্রিয় উপস্থিতি ছিল নিশিত সরকার মিঠুর। তিনি আরো বলেন, অনেকদিন থেকেই মৌলবাদি গোষ্ঠীর নজরে ছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই অপরিচিত নাম্বার থেকে প্রায়শই কল আসে তার ফোনে, তারা নিশিত সরকার এর ফেসবুকে লেখালেখি নিয়ে বিরক্ত ও পরবর্তীতে নিশিত এর সমস্যা হবে ইত্যাদি বলে পরোক্ষ হুমকি দিত।  প্রসঙ্গত, মৌলবাদ বিরোধী লেখার জন্য জনপ্রিয় লেখিকা তসলিমা নাসরিন বর্তমানে বাংলাদেশ ছেড়ে ভারতে নির্বাসিত রয়েছেন। এছাড়াও লেখক অভিজিৎ রায়, রাজীব হায়দার, সিলেটের অনন্ত বিজয় দাসসহ অসংখ্য সামাজিক যোগাযোগ মাধ্যমের লেখক, ব্লগারকে ইসলাম বিদ্বেষের অভিযোগে হত্যা করেছে মৌলবাদী গোষ্ঠীরা। এখনো বাংলাদেশ সরকার এসব হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার নিশ্চিত করতে পারেনি।