• ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ছাতকে পুলিশের ওপর বিএনপি জামায়াতের হামলা, নিহত ২

sylhetsurma.com
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২১
ছাতকে পুলিশের ওপর বিএনপি জামায়াতের হামলা, নিহত ২

ছাতক প্রতিনিধি :::
সুনামগঞ্জের ছাতকে হরতাল চলাকালে বিএনপি, জামায়াত নেতাকর্মীরা পুলিশের উপর হামলা চালিয়েছে। এ সময় তারা পুলিশ সদস্যদের মারধোর করার পাশাপাশি উপজেলা কমপ্লেক্সে ব্যাপক তান্ডব চালায়। শনিবার (২৪ এপ্রিল) উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভাঙ্চুরসহ অগ্নিসংযোগ করে। পাশাপাশি ইউএনও অফিসে সরকারি জীপগাড়ি, ৬টি মোটর সাইকেল, কম্পিউটার ল্যাপটন ভাঙ্চুরের পাশাপাশি অগ্নিসংযোগ করে। এ সময় ২ জন নিহত এবং ২১ পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক আহত হন। হরতালকারীদের তান্ডবে আতঙ্ক ছড়িয়ে পড়ে ছাতক উপজেলা কমপ্লেক্সসহ আশপাশের এলাকায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০৮ রাউন্ড গ্যাসসেল ও ৫০ রাউন্ড গুলি ছোঁড়ে হরতালকারীদের ছত্রভঙ্গ করে। এ সময় ওসিসহ ২২ পুলিশ সদস্য আহত হন।  স্থানীয়রা জানায়, বিএনপি জামায়াত আহুত হরতালের শনিবার নেতাকর্মীরা ছাতক  উপজেলা পরিষদের সামনে পিকেটিং শুরু করে। হরতালকারীরা উপজেলা পরিষদে হামলার চেষ্টা চালালে পুলিশ বাঁধা দিলে বিএনপি জামায়াত নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হয়। পুলিশের ওপর হরতালকারীরা ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি গুলি ছুড়তে থাকে। এ সময় হরতালকারীদের একটি দল উপজেলা পরিষদ চত্বরে ঢুকে পড়ে। তারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ব্যাপক ভাঙ্চুরসহ অগ্নিসংযোগ করে। পাশাপাশি ইউএনও অফিসে সরকারি জীপগাড়ি, ৬টি মোটর সাইকেল, কম্পিউটার ল্যাপটন ভাঙ্চুর ও অগ্নিসংযোগ করে। এ সময় হরতালকারীদের গুলিতে জাকির হোসেন ও অজ্ঞাত একজন নিহত এবং ২১ পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক আহত হন। এদের মধ্যে থানার ওসিসহ ২২ পুলিশ সদস্য রয়েছেন। গুরুতর আহত তিন পুলিশ সদস্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে পুলিশ ও সরকারি প্রতিষ্ঠানে হরতালকারীদের হামলার খবর পেয়ে বিজিবি, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০৮ রাউন্ড গ্যাসসেল ও ৫০ রাউন্ড গুলি ছোঁড়ে হামলাকারীদের হরতালকারীদের ছত্রভঙ্গ করে।  এ ঘটনায় ছাতক থানার এসআই দেবদুলাল ধর বাদী হয়ে ছাতক থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক কাউসার বখত মুহিমকে প্রধান আসামী করে বিএনপি জামায়াতের শতাধিক নেতাকর্মীর নামোল্লেখ করে ছাতক থানায় মামলা করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদী এসআই দেবদুলাল ধর।