কানাইঘাট প্রতিনিধি : সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে কানাইঘাট থানা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকেল ৩টায় থানা প্রাঙ্গনে উপজেলার সকল পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন শ্রমিকদের ট্রাফিক আইন মেনে নিরাপদে গাড়ি চালানোর জন্য আহ্বান জানান।
তিনি বলেন, বেপরোয়া গতিতে গাড়ী চালানোর কারনে দুর্ঘটনা ঘটে থাকে, এতে করে মানুষের প্রাণহানি সহ সম্পদ বিনষ্ট হয়। এখন থেকে কানাইঘাটের প্রধান প্রধান সড়ক সহ সকল রাস্তায় আইন মেনে পরিবহন শ্রমিকরা গাড়ী না চালালে ট্রাফিক আইনে দায়ী চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে জানিয়ে পরিবহন শ্রমিকদের নিয়ন্ত্রণের মধ্যে গাড়ী চালানোর জন্য আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত বিভিন্ন পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আইন-মেনে পরিবহন চালকরা গাড়ী চালাবেন বলে জানান এবং এক্ষেত্রে থানা প্রশাসন ও জনসাধারণের সহযোগিতা কামনা করেন তারা।
মতবিনিময়কালে বক্তব্য রাখেন, থানার ওসি (তদন্ত) উজায়ের আল-মাহমুদ আদনান সহ ট্রাফিক পুলিশের দায়িত্বপ্রাপ্ত অফিসারবৃন্দ।