
মৌলভীবাজার প্রতিনিধি :::
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল থেকে গোয়ালবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জাবেদ আহমদকে আটক করেছে পুলিশ। ২০২২ সালের ৫ মে দুপুরে জুড়ী বাজার থেকে তাকে আটক করে কারাগারে প্রেরণ করে পুলিশ।
জানা গেছে, ৫ মে দুপুরে জুড়ী বাজার এলাকায় সরকারবিরোধী এক বিক্ষোভ মিছিলের আয়োজন করে ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় বিক্ষোভ মিছিলটিকে পুলিশ ধাওয়া করলে সবাই পালিয়ে যায়। পরে জুড়ী বাজার থেকে জাবেদ আহমদকে আটক করে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, পুলিশের ধাওয়ায় বিক্ষোভ মিছিলটি ছত্রভঙ্গ হয়ে সবাই পালিয়ে যায়। এ সময় জাবেদকে আটক করে কারাগারে পাঠানো হয়।